প্যারিস অলিম্পিক্সের পর অবসর নেবেন, এমনটা আগেই ঘোষণাটা করে দিয়েছিলেন অ্যান্ডি মারে। বৃহস্পতিবার অবশেষে অবসর নিয়েই ফেললেন অ্যান্ডি মারে। পুরুষদের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজ এবং টমি পল জুটির কাছে ২-৬, ৪-৬ গেমে হারে গ্রেট ব্রিটেনের মারে ও ড্যান ইভানস জুটি। চোটের কারণে এর আগে অলিম্পিক্সের সিঙ্গল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মারে। ফলে রবিবার ডাবলস থেকেও ছিটকে যেতেই, অবসরের কথা একটু অদ্ভূত ভাবেই জানিয়ে দেন মারে। আর মারের অবসরের সঙ্গে টেনিসের সোনালি প্রজন্মের আরও একটি অধ্যায়ের ইতি হয়ে গেল।
আরও পড়ুন: ৯ বছর ধরে আটকে পদোন্নতির ফাইল, স্বপ্নিল ব্রোঞ্জ জিততেই ডাবল প্রোমোশনের ঘোষণা রেলের
মারে নিজের এক্স হ্যান্ডলে অদ্ভূত বার্তা লিখেছেন। তিনি লিখেছেন, ‘টেনিসটা এমনিতে কখনও পছন্দই করিনি।’ হয়তো টেনিস থেকে দূরে সরে থাকার জন্য মনের জোর খুঁজে পেতেই এমন বার্তা লিখেছেন মারে। নয়তো নিতান্তই মজার ছলে লিখেছেন। তবে এর পিছনেও তাঁর মনের গভীর যন্ত্রণাটা প্রকাশ পেয়েছে।
তবে প্রাক্তন এক নম্বর তারকা এবং তিনটি গ্র্যান্ড স্লামজয়ী মারে বিদায়বেলায় বলেছেন, ‘নিজের ক্যারিয়ার, প্রাপ্তি এবং এই খেলায় যতটুকু অবদান রাখতে পেরেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। কারণ, এটাই (আমার) শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল। তবে এখন আমি সত্যিই খুশি। যেভাবে শেষ হল, তাতে আমি খুশি। এটা ভালো লাগছে যে, নিজের ইচ্ছা অনুযায়ী অলিম্পিক্সে খেলে শেষ করতে পেরেছি। কারণ (চোটের কারণে) গত কয়েক বছর ধরে খেলা নিযে কোনও নিশ্চয়তা ছিল না।’
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক
সার্বিয়ান কিংবদন্তি ও ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী নোভক জোকোভিচ মারের উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, ‘টেনিসে সেরা যোদ্ধাদের মধ্যে ও একজন। আমি নিশ্চিত, ওর লড়াই করার মানসিকতা অনেক প্রজন্মকেই প্রেরণা জোগাবে।’ রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভক জোকোভিচের সঙ্গে মারে ছিলেন টেনিসে ‘বিগ ফোরের’ একজন। মারের বিদায়বেলায় তাঁকে নিয়ে কিছুটা আবেগপ্রবণ বর্তমান উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। তিনি এক্সে লিখেছেন, ‘একই কোর্টে আপনার সঙ্গে দাঁড়ানোটা ছিল বিশেষ পাওনা। কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য এবং সবার উদাহরণ হয়ে ওঠার জন্য অভিনন্দন। আপনি সব সময়েই একজন সমর্থককে পাবেন এখানে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।