বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics- প্যারিসে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বক্সাররা! বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু BFI-র…
পরবর্তী খবর
Paris Olympics- প্যারিসে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বক্সাররা! বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু BFI-র…
1 মিনিটে পড়ুন Updated: 14 Aug 2024, 07:25 AM ISTMoinak Mitra
প্যারিসে ভারতীয় বক্সারদের মধ্যে ছিলেন মহিলাদের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন, টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা বরগোঁহাইন। এছাড়াও নিশান্ত দেবের থেকেও পদক জয়ের আশা ছিল, কিন্তু সেই আশা পূরণ না হতেই এবার জাতীয় দলের জন্য বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু করল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।
লভলিনা বরগোঁহাইন। ছবি- এইচটি প্রিন্ট
প্যারিসঅলিম্পিক্সে ভারতের পারফরমেন্স গতবারের তুলনায় খারাপ হয়েছেই বলা যায়। ভিনেশ ফোগটকে যদি সিএএসের নির্দেশের পর পদক দেওয়া হয়, তাহলে ভারতের পদক সংখ্যা এবারে ৭ হবে। অন্যথায় ৬ই থাকবে। গতবার টোকিয়ো অলিম্পিক্সে ভারত ৭টি পদক জিতেছিল। কুস্তির পাশাপাশি বক্সিংয়েও এসেছিল পদক। এবারে শ্যুটিং থেকে ভারত তিনটি পদক পেলেও বক্সিংয়ে একটিও পদক জিততে পারেনি ভারতীয় প্রতিযোগিরা। মেরি কম, লভলিনা বরগোঁহাইরা অতীতে বক্সিংয়ের হাত ধরে ভারতকে পদক এনে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বীজেন্দ্র সিংও, যিনি অলিম্পিক্সে পুরুষদের মধ্যে পদক জিতেছিলেন, কিন্তু এবারে প্যারিসে ভারতের যে সমস্ত বক্সাররা গেছিলেন তারা প্রত্যেকেই হতাশ করেছেন। এরপরই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় বক্সিং সংস্থা।
প্যারিসে ভারতীয় বক্সারদের মধ্যে ছিলেন মহিলাদের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন, টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা বরগোঁহাই। এছাড়াও নিশান্ত দেবের থেকেও পদক জয়ের আশা ছিল, কিন্তু সেই আশা পূরণ না হতেই এবার বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু করল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।
ইতিমধ্যেই বিদেশি কোচের জন্য তাঁরা বিজ্ঞাপন দিয়েছেন। বিএফআইয়ের সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমাদের এলিট বক্সিং দলের জন্য বিদেশি বক্সিং কোচের খোঁজ চলছে, আগামী চার বছরের জন্য চু্ক্তি করা হবে তাঁর সঙ্গে। মূল লক্ষ্য থাকবে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস,এশিয়ান গেমসসহ বড় প্রতিযোগিতায় ভারতীয় বক্সারদের সাফল্য। আমরা চাই প্রার্থীদের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকুক অথবা অতীতে অলিম্পিক্সে পদক জিতে থাকুক। এছাড়াও শারীরিকভাবে যেন নতুন কোচ ফিট থাকেন, যাতে হাতে ধরে বক্সারদের তিনি শিখিয়ে দিতে পারেন ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।