1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2023, 01:29 PM ISTTania Roy
বহু দিন বাদে চেনা ছন্দে পাওয়া গিয়েছে পৃথ্বী শ'। ১৫৩ বলে ১১টি ছক্কা এবং ২৮টি চারের সাহায্যে ২৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে নর্থহ্যাম্পটনশায়ারকে ৫০ ওভারে ৪১৫ রানের বিশাল স্কোর গড়তে সাহায্য করে।
পৃথ্বী শ' লিস্ট-এ-তে ২৪৪ করে চমকে দেন সকলকে।
বুধবার ৯ অগস্ট সমারসেটের বিপক্ষে লিস্ট ‘এ’র ম্যাচে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে দুরন্ত ২৪৪ রান করে নিজের ফর্মে ফেরার ধামাকাদার ইঙ্গিত দিয়েছেন পৃথ্বী শ'। আর এই ইনিংস খেলার পরে তরুণ ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ' দাবি করেছেন যে, তিনি এই মুহূর্তে জাতীয় দলে ফেরার কথা ভাবছেনই না।
পৃথ্বী ১৫৩ বলে ১১টি ছক্কা এবং ২৮টি চারের সাহায্যে ২৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে নর্থহ্যাম্পটনশায়ারকে ৫০ ওভারে ৪১৫ রানের বিশাল স্কোর গড়তে সাহায্য করে। পৃথ্বী শ' তাঁর হাফসেঞ্চুরি করেছিলেন ৪৪ বলে। ৮০ বলে ১০০ করেন। এর পর মাত্র ১২৯ বলে ২০০-তে পৌঁছে যান তিনি। শেষ পর্যন্ত নর্থহ্যাম্পটনশায়ারের ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন তিনি। অপরাজিত থাকা আর হয়নি তাঁর।
ম্যাচের পর পৃথ্বী বলেছেন, তিনি শুধুমাত্র খেলাটাই উপভোগ করতে চান। এবং যে কোনও মঞ্চেই খেলার সুযোগ পেলে, তিনি তাঁর সুযোগের সদ্ব্যবহার করতে চান। পৃথ্বীর দাবি, ‘নিশ্চিত ভাবে এটা বড় অভিজ্ঞতা। ভারতীয় নির্বাচকরা কী ভাবছেন, তা নিয়ে ভাবছিই না। আমি শুধু এখানে ভালো সময় কাটাতে চাই, এখানকার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফেদের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। নর্থহ্যাম্পটনশায়ার আমাকে এই সুযোগ দিয়েছে। আর আমি এই সুযোগ উপভোগ করছি।’
মুম্বই-তে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার সতীর্থ স্যাম হোয়াইটম্যানের কাছে স্বীকার করেছেন, তাঁর আগের লিস্ট-এ সেরা ২২৭ রানের কথা মাথায় ছিল। কিন্তু তিনি রেকর্ডের কথা একবারের জন্যও ভাবেননি। পৃথ্বী বলেছেন, ‘সত্যি বলতে আমার মাথায় ২২৭ রানের কথা ছিল। আমি হোয়াইটির সঙ্গে এই নিয়ে কথাও বলেছিলাম। আমি ওকে বলেছিলাম যে, এখানে ২২৭ আমার সর্বোচ্চ স্কোর ছিল। কিন্তু সব মিলিয়ে টিমের ভালো প্রচেষ্টা ছিল। আমি সব সময়ে চেষ্টা করেছি এবং ম্যাচ জেতার চেষ্টা করেছি। আমি আমার দলকে সবার আগে প্রথমে রাখি এবং তার পরে নিজেকে। যদি এভাবে খেললেন আমার দল জেতে, তাহলে আমার এভাবেই খেলা চালিয়ে যাওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।