শুভব্রত মুখার্জি: লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচ চཧলাকালীন ২২ গজেই ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন ইউসুফ পাঠান এবং মিচেল জনসন। মাঠে ঘটনা ধ🐭াক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। অন্যান্য ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়রদেরও ঘটনায় জড়াতে হয় পরিস্থিতিকে ঠাণ্ডা করে নিয়ন্ত্রণ নিতে। সেদিন ঠিক কী ঘটেছিল ২২ গজে? ঘটনার বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার মিডিয়াতে একটি গল্প উঠে এসেছে। যেখানে দাবি করা হয়েছে সেদিনের অনফিল্ড মহিলা আম্পায়র কিম কটনের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেছিলেন ইউসুফ পাঠান। তার রুক্ষ ব্যবহারেই নাকি মেজাজ হারান জনসন। তারপরেই বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন দুই কিংবদন্তি ক্রিকেটার।
লেজেন্ডস লিগের কোয়ালিফায়ার চলাকালীন ঘটে ঘটনাটি। ব্রডকাস্টারদের ক্যামেরাতে ধরা পড়ে ইউসুফ পাঠান রাগের বশে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন অপরপ্রান্তে থা🙈কা জনসনের দিকে। সেই সময়ই বাঁহাতি পেসারকে দেখা যায় রেগে ইউসুফকে ধাক্কা দিতে। কী কারণে এই বাকবিতন্ডা তা নিয়ে গতকাল পর্যন্ত কোনও আপডেট ছিল না। তারপরে হঠাৎ করেই অজি মিডিয়াতে একটি রিপোর্ট বের হয়। তাতে লেখা হয় জনসনের তৃতীয় ওভারের শেষ বলটি হোয়াইড না ডাকাতে রেগে যান ইউসুফ। আম্পায়ল কটনকে উদ্দেশ্য করেই তিনি রুক্ষ ব্যবহার করতে শুরু করেন বলে খবর। যে ঘটনায় নাকি রেগে যান জনসন। তারপরেই বেড়ে যায় এই বাকবিতন্ডা।
ফক্স ক্রিকেট অস্ট্রেলিয়া একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেটারকে উদ্ধৃত করে লেখে 'মিচ (জনসন) কিছুই করেনি। পাঠান মহিলা আম্পায়রদের স্লেজিং করছিল।' ঘটনার কারণে মি𒉰চেল জনসনকে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি সাবধানও করা হয়। লিগের কমিশনার রবি শাস্ত্রী এই শাস্তির নিদান দেন। যদিও পাঠানকে এই ঘটনার জন্য কোনও শাস্তি পেতে হয়নি🃏। ম্যাচে ২৮ বলে ৪৮ রান করেন ইউসুফ। জনসনের এক ওভারে তিনি ৬, ৪ এবং ৬ হাঁকান।
লেজেন্ডস লিগের সিইও এবং যৌথ প্রতিষ্ঠাতা রমন রাহেজা জানিয়েছেন 'এই লিগের মধ্যে দিয়ে আমরা সিরিয়াস এবং প্রতিযোগিতামূলক ✤ক্রিকেটের প্রচার ক🦋রছি। কোয়ালিফায়ার ম্যাচে যে ঘটনা ঘটেছে তা একেবারেই কাম্য নয়। এই ঘটনা ঘটা একেবারেই উচিত ছিল না। আমরা বারবার ভিডিয়োটা দেখেছি। তারপরেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করব সকলের কাছে এই বার্তাটা স্পষ্টভাবে পৌঁছে গিয়েছে যে আমাদের কাছে খেলাটার স্পিরিট রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। এই লিগে এই ধরনের জিনিসের আর পুনরাবৃত্তি হবে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।