২০২৪ সালের ২২ মে নিজের ইউটিউব অ্যাকাউন্টে (ট্রাভেল উইথ জো) একটি ভিডিয়ো পোস্ট করেছিল জ্যোতি। তাতে দাবি করেছিল যে নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ধরে হাওড়ায় এসেছিল। বেশ কয়েকদিন কলকাতা এবং বাংলর বেশ কিছু জায়গায় ঘুরেছিল জ্যোতি। ততদিনের তার দানিশের সঙ্গে পরিচয় গভীর হয়েছে।