রাত পোহালেই RRR মুক্তি! সিনেমা হল-এর স্ক্রিন কাঁটাতারে ঘিরে ফেলা হল
'পুষ্পা' ঝড় সদ্য কেটেছে। তবে রেশ এখনও জারি। এরপরই দেশের সিনেমা হল-গুলিতে আছড়ে পড়তে চলেছে 'RRR' ঝড়। 'বাহুবলী' ছবি খ্যাত পরিচালক রাজামৌলির ফিল্ম 'RRR' মুক্তি ঘিরে বিভিন্ন সিনেমা হলে সাজো সাজো রব। হল মালিকরা বলছেন, 'পুষ্পা' ছবি থিয়েটারে আসতেই তা নিয়ে ফ্যানদের উচ্ছ্বাস সামলাতে রীতিমতো বেগ পেতে হয় তাঁদের। বিশেষত হল-এর মধ্যে সিনেমার স্ক্রিনে ফ্যানদের ঝাঁপিয়ে পড়ার ঘটনায় হল-মালিকরা ত্রস্ত। তাই মাল্টি স্টারকাস্টের ফিল্ম RRR মুক্তির আগে থিয়েটারের ভিতরের নিরাপত্তা আঁটোসাটো করেছেন মালিকরা। বহু হল-এ স্ক্রিনের সামনে কাঁটাতার বসানো হয়েছে। কোথাও আবার পেরেক আটকে রেখে দেওয়া হয়েছে। যাতে সুপারস্টার রামচরণ তেজা বা জুনিয়ার এনটিআরএর ভক্তরা স্ক্রিনের সামনে যেতে না পারেন। উল্লেখ্য, ছবিতে এই দুই তারকা ছাড়াও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।