আশি বছরের অসুস্থ এক বৃদ্ধার দেখভাল ও শুশ্রূষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এক যুবককে। সেই যুবকেরই লালসার শিকার হলেন বৃদ্ধা। ঘটনায় যুবককে ধরে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। এই ঘটনার পরদিনই মৃত্যু হয় বৃদ্ধার। এদিকে, যৌন নির্যাতনের অভিযোগে পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: কোবরা দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতারের পরেই ফাঁস তান্ত্রিকের বহু ‘কীর্তি’
জানা গিয়েছে, ওই বৃদ্ধা নিঃসন্তান ছিলেন। বছরখানেক আগে তাঁর স্বামী মারা গিয়েছিলেন। তারপর থেকেই বাড়ি-বাড়ি পরিচারিকার কাজ করতেন বৃদ্ধা। তিনি এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন। তবে কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে এলাকার মহিলারা বৃদ্ধার দেখাশোনা করছিলেন। পরে তাঁরা অভিযুক্ত যুবককে বৃদ্ধার দেখভালের জন্য নিযুক্ত করেন।
অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বৃদ্ধার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে গিয়ে তাঁরা দেখেন বিবস্ত্র অবস্থায় রয়েছেন বৃদ্ধা। সেইসময় যুবক ঘরে ছিল। ক্ষুব্ধ স্থানীয়রা যুবককে ধরে গণপিটুনি দিতে শুরু করেন। বুধবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা যুবকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেফতার করে।
জানা গিয়েছে, বৃদ্ধার কেউ না থাকায় প্রথমে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জমা পড়েনি। তাই বৃদ্ধার মৃত্যুর পর স্থানীয়রা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জংশন ফাঁড়ির পুলিশ বুধবার ওই যুবককে গ্রেফতার করে। ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার ভিত্তিতে তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।