সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টি২০ সিরিজে হেরে গেছে বাংলাদেশ। কিছুটা অপ্রত্যাশিত বলে মনে হলেও বাংলাদেশকে দাপটের সঙ্গেই সিরিজে হারিয়েছে আরব দল। টি২০ ফরম্যাটে আরবের মাটিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে গেছিলেন লিটন দাস। নিজে যেমন ব্যর্থ হয়েছেন, দলও তেমনই ফ্লপ হয়েছে। শোচনীয় হারের লজ্জা নিয়েই তাঁদের দেশে ফিরতে হচ্ছে। ২-১ ফলে সিরিজ জিতল আরব। প্রথমে এটি দুই ম্যাচের সিরিজ থাকলেও, যেহেতু পাকিস্তান সিরিজ বাতিল হয় তাই তিন ম্যাচের সিরিজ খেলা হয়। আর তাতেই বিড়ম্বনা বাড়ে বাংলাদেশের। আর এই আবহেই পাকিস্তানের অধিনায়কের মতোই কথা শোনা গেল বাংলাদেশের অধিনায়কের গলায়।
আরবের বিপক্ষে হারে শিক্ষা নিতে চান লিটন
পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান অতীতে বেশ কয়েকবার বলেছেন, হয় তাঁরা জেতেন নয় তাঁরা শেখেন। অর্থাৎ হার থেকে শিক্ষা নেন। আর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে হারের পর লিটন দাসও বললেন, তাঁরা শিক্ষা নিচ্ছেন এই হার থেকে যাতে আগামী দিনে ঘুরে দাঁড়ানো যায়। তবে বাস্তব ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের যে চরম অবনতি হয়েছে, তা বলাই বাহুল্য।
কদিন আগে টেস্ট সিরিজে জিম্বাবোয়ে দলও এসে বাংলাদেশের মাটিতেই বাংলাদেশকে এক ম্যাচে হারিয়েছে। যদিও এরপর সেই সিরিজ ড্র করে বেঙ্গল টাইগার্সরা। কিন্তু জিম্বাবোয়ে, আরব আমিরশাহীর মতো দলের বিরুদ্ধে হার নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবলে যে বড় ধাক্কা দেবে তা বলাই বাহুল্য। কারণ কয়েক বছর আগে পর্যন্ত বাংলাদেশকে জায়ান্ট কিলার হিসেবে মনে করা হলেও এখন তাঁদেরই যে পারছে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে, তেমন প্রতিরোধও গড়ে তুলতে পারছে না জাকের আলি, তৌহিদ হৃদয়রা। দলে শাকিবের মতো সিনিয়রদের অভাবটাই যেন বারবার টের পাচ্ছে বাংলাদেশ দল।
সিরিজ হারের পর বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন দাস বলছেন, ‘এরকম ফলাফল হবে সিরিজের সেটা আমরা আশা করিনি। কারণ আমরা এখানে এসেছিলাম সিরিজ জেতার জন্যই। তবে ক্রিকেট খেলা এমনই, যখন তখন যে কোনও কিছু হতে পারে। আর প্রতিপক্ষ দল ভালো খেলেই জিতেছে, একথা মেনে নিতেই হবে ’।
ব্যাটারদের দিকেই আঙুল তুললেন লিটন
এরপর দলের ভুল ত্রুটির দিকগুলোয় নজর দেন লিটন। তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা যেমন ইমন, জাকেররা মোটামুটি ভালোই ব্যাটিং করেছে। বোলারদের মধ্যেও কয়েকজন ভালোই খেলেছে। কিন্তু আমার মনে হয়, এই হার থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আরও উন্নতি করতে হবে আমাদের আগামী দিনে। তবেই আরও জোরালোভাবে আমরা ফিরতে পারব। শিশিরের একটা ফ্যাক্টর ছিল গোটা সিরিজে, আর উইকেটও আমাদের ব্যাটাররা ঠিকভাবে রিড করতে পারিনি ’।