বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir-Kiran Divorce: ‘বিয়ে নারীকে দমিয়ে রাখে, আমিই সিদ্ধান্ত নিই…', আমিরের সঙ্গে ডিভোর্স নিয়ে কিরণ
পরবর্তী খবর
প্রাক্তনরা বন্ধু হতে পারে না, এই সংজ্ঞাটা বদলে দিয়েছেন আমির খান-কিরণ রাও। ডিভোর্সের তিন বছর পরেও পরস্পরকে আগলে রাখেন তাঁরা, এমনকী এক ছাদের নীচে থাকতেও নেই কুন্ঠাবোধ। ২০২১ সালের মার্চ মাসে আচমকাই ডিভোর্সের ঘোষণা সারেন আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই ধরা হত তাঁদের। কেন হঠাৎ বিচ্ছেদ? বুঝে উঠতে পারেননি কেউই।আমির-কিরণের ডিভোর্সের পাশাপাশিই হাঁটুর বয়সী নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে নায়কের প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল। তবে সম্প্রতি ডিভোর্স নিয় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কিরণ। তিনি সাফ জানান, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কেন? তাও খোলসা করেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী।