গত ১৬ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে হৃতিক রোশন জানিয়েছিলেন ২০ মে আসতে চলেছে একটি বিশাল বড় ধামাকা। যেহেতু ২০ তারিখ জুনিয়র এনটিআর-এর জন্মদিন ছিল, তাই বুঝতে বাকি ছিল না ‘ওয়ার ২’ ছবির টিজার মুক্তির কথাই বলতে চাইছেন হৃতিক।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
হৃতিকের কথামতো ২০ মে মুক্তি পায় ‘ওয়ার ২’ ছবির টিজার। টিজারে হৃতিক এবং জুনিয়র এনটিআর- এর অসাধারণ অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের। শুধু তাই নয়, কিয়ারার হট লুক মোহিত করেছে পুরুষ অনুরাগীদের। সবকিছুই ঠিকঠাক চলছিল। যেখানে এখন শুধুই সিনেমার প্রচার হওয়ার কথা সেখানেই হয়ে গেল যত সমস্যা।
টিজারে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা ঠিক আগের মুহূর্তে যে লেখাটি দেখা গিয়েছে সেটি হল, ‘এই স্বাধীনতা দিবস উপলক্ষে’। তারপরেই ঘোষণা হয়েছে ছবি মুক্তির তারিখ, ১৪ অগস্ট। আর এখানেই তৈরি হয়েছে সমস্যা। ১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেটা কি ভুলে গেছেন পরিচালক, এমন হাজার মন্তব্য উড়ে আসে কমেন্ট বক্সে।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা কোন দেশের স্বাধীনতা দিবস উদযাপন করছেন?’ অন্য একজন লেখেন, ‘১৪ তারিখ কী ভারতের স্বাধীনতা দিবস?’ তৃতীয় একজন লিখেছেন, ‘দয়া করে কেউ হৃতিককে বলুন যে এটি ভারত, পাকিস্তান নয়।’
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
কেউ কেউ আবার বলিউডের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন ভুল এবং অসংবেদনশীল টিজার দেখে যেভাবে ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা, তাতে আগামী দিনে গোটা সিনেমাটাই বয়কটের মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।