রঞ্জি ট্রফির চলতি মরশুমে অসাধারণ পারফর্ম করেছেন কুমার কার্তিকেয়। ২৪ বছরের বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে (রঞ্জি ট্রফি সেমি ফাইনাল) মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে ৩ উইকেট উইকেট নিয়েছিলেন তিনি। আর কার্তিকেয়র আগুনে বোলিংয়েই সেমি থেকে ছিটকে যায় বাংলা। ১৭৪ রানে বাংলাকে হারায় মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৪১ ও দ্বিতীয় ইনিংসে ২৮১ রান করে।
বাংলার দল প্রথম ইনিংসে মাত্র ২৭৩ রান করে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে থাকার ফলে দ্বিতীয় ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য পায় বাংলা। তবে দ্বিতীয় ইনিংসে বাংলা মাত্র ১৭৫ রানে অল আউট হয়ে যায়। ফাইনালে মধ্যপ্রদেশ ২২ জুন বেঙ্গালুরুতে মুম্বইয়ের মুখোমুখি হবে। প্রসঙ্গত মুম্বই সবচেয়ে বেশি ৪১ বার রঞ্জি ট্রফি জিতেছে।
কুমার কার্তিকেয় এখন তারকা হয়ে উঠেছেন। কিন্তু এই জায়গায় পৌঁছতে তাঁকে টায়ার কারখানায় কাজও করতে হয়েছে। তাঁর বাবা উত্তপ্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। বাড়ি থেকে সকলে চেয়েছিল, কুমার কার্তিকেয় ভলিবল খেলে কেরিয়ার তৈরি করুক। তবে তাঁর মনের টান বরাবরই ছিল ক্রিকেটকে ঘিরে।
আরও পড়ুন: ত্রিপুরায় ঘাঁটি গাড়ছেন ঋদ্ধি? এ বার প্লেয়ারের সঙ্গে মেন্টরের ভূমিকায় দেখা যাবে?
কার্তিকেয় মূলত উত্তর প্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা। শুরুতে তিনি ব্যাটসম্যান হতে চেয়েছিলেন। তবে তাঁর ছোটবেলার কোচ সর্বেশ শ্রীবাস্তব বলেছিলেন, ‘তোমার উচ্চতা ভালো। সে ক্ষেত্রে বোলার হিসেবে তুমি বেশি সফল হবে। তবে এতে কার্তিকেয় খুশি হয়নি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।