রাহু ও কেতুকে ছায়া গ্রহ হিসাবে মান্যতা দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। বাকি গ্রহদের মতো এই গ্রহও নির্দিষ্ট সময়ে রাশি বদল করে। পাল্টে ফেলে অবস্থান। রাহু আর কেতু দুজনেই দেড় বছর পর পর রাশি পরিবর্তন করে। ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর সিংহ রাশিতে ফিরছেন কেতু। তার প্রভাবে ১৮ মে থেকে কপাল খুলতে চলেছে বহু রাশির। লাকি কা🎐রা? দেখে নিন।
ধনু
অফিসে প্রমোশন বা কোনও বড় দায়িত্ব পেতে পারেন।কেতুর এই গোচর, যা দেড় বছর পরে ঘটতে চলেছে, আপনার জন্য খুবই অনুকূল হতে চলেছে। আপনার জীবনের সকল কষ্ট দ💝ূর হয়ে যাবে। ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ভালো লাভ পাবেন। অনেক বড় চুক্তি হতে পারে। চাকরিতে ভালো পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
( দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মাঝে ভারতের সামরিক শ🔥ক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা?)
( কর🐻্মফলের হিসাব নেবেন শনিদেব! কবে শুরু হবে মার্গী চꦍাল? লাকিদের লিস্টে বহু রাশি)
বৃশ্চিক
অবিবাহিতরা পাবেন বিয়ের প্রস্তাব। পেশাগত জীবনে আসবে তুমুল উন্নতি। এই গো😼চরের কারণে আপনি অনেক সুবিধা পেতে পারেন। যাঁরা বেকার তারা চাকরি পেতে পারেন। যাঁরা তাঁদের বর্তমান চা🎶করিতে অসন্তুষ্ট, তাঁরা নতুন জায়গা থেকে ভালো প্যাকেজ সহ চাকরির অফার লেটার পেতে পারেন।
( মে মাসে জন্মগ্রহণকারীরা হন সৃষ্টিশীল, সংবেদনশীল! আর কী কী গুণ রয়েছে? রইল🔯 জ্যোতিষমত)
( মে মাস๊ে সূর্যদেব যাবেন বৃষে! গাড়ি, বাড়ি থেকে টাকাকড়িতে সুখের ফোয়া🉐রা কন্যা সহ ৩ রাশিতে)
( ছিলেন IT কর্মী, ‘স্পাই’ হওয়ার অভিযোগে ফ🦋াঁসি! কার খুন ঘিরে কোপ পড়ে 🍷মোহসেনের ওপর?)
( দৈত্যগুরু শু൲ক্র এবার বৃষ সহ বহু রাশির কপাল খুলে দিতে চলেছেন! মে মাসের কত তারিখে নক্ষত্র গোচর?)
বৃষ
নতুন গাড়ি কিনতে পারেন। প𒀰রিবারের সঙ্গে যেতে পারেন কোথাও বেড়াতে। ছায়া গ্রহ কেতুর গোচর আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। আপনার অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জমি কিনতে অগ﷽্রিম টাকা দিতে পারেন।
( এই 🌜প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভরꦍ। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)