ꦉ ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। টাওয়ার ভেঙে মারা গেলেন মালদার ২ শ্রমিক। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে। শুক্রবার তাঁদের দেহ বাড়িতে পৌঁছয়। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম পরিমল মার্ডি (২৭) এবং নিস্তার শেখ (২৬)। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সদস্যরা মৃত শ্রমিকদের শেষকৃত্য সম্পন্ন করেন।
আরও পড়ুন: 🔯ওড়িশায় আক্রান্ত বাংলার শ্রমিকরা, উদ্বিগ্ন ইউসুফ, হস্তক্ষেপ চেয়ে শাহকে চিঠি
🌳জানা গিয়েছে, পরিমল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙা আখড়াপুকুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে, নিস্তার গাজোল থানার বৈরগাছি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিমল এবং নিস্তার দুজনেই অবিবাহিত। পেটের টানে মাসখানেক আগে তাঁরা গুজরাটে কাজে গিয়েছিলেন।
♒প্রসঙ্গত, বর্তমানে ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই বাংলাদেশি সন্দেহে তাঁদের আটকে রাখছে পুলিশ। তাছাড়া, স্থানীয়রাও মারধর করছেন বলে অভিযোগ। যদিও এই দুজন পরিযায়ী শ্রমিককে সেরকম কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে টাওয়ার ভেঙে পড়তেই সব শেষ হয়ে গেল। জানা গিয়েছে, গত ১৩ মে তাঁরা টাওয়ারের জন্য ওভারহেডের তার লাগানোর কাজ করছিলেন। সেই সময় আচমকা টাওয়ার ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়।
ℱপরিমলের পরিবারের সদস্যরা জানান, পুলিশের তরফে তাঁদের জানানো হয়েছে, টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে তাঁর দেহ বাড়িতে পৌঁছেছে। অন্যদিকে, নিস্তারের দেহ ভোরে আসার পরেই কবর দেওয়া হয়। যদিও মালদা এবং গাজোল থানার পুলিশের কাছে এ বিষয়ে কোনও খোঁজ নেই বলেই জানা গিয়েছে।
♎গুজরাটে ঘটনাটি ঘটেছিল খাম্বালিয়া থানা এলাকায়। ওই থানার পুলিশ অফিসার ভূপেন্দ্রসিং সারভাইয়া জানিয়েছেন, শ্রমিকরা টাওয়ারের জন্য ওভারহেড তার লাগাচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ টাওয়ারটি চারজনের উপর পড়ে যায়। ফলে একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। অন্যজন স্থানীয় হাসপাতালে এবং তৃতীয়জন জামনগরের জিজি হাসপাতালে মারা যান। তিনি জানান, এরমধ্যে দুজন পশ্চিমবঙ্গের শ্রমিক। কাজটি একটি বেসরকারি কোম্পানিকে দেওয়া হয়েছিল।