বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের আন্দোলনকে নাটক বললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। সঙ্গে তিনি বলেন, আন্দোলন করে সুপ্রিম কো🐻র্টের রায় ব🐼দলানো যায় না।
পালটা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, যে সরকারের লক্ষ্যই হল দুর্নীতি করা তার কর্তা ব্যক্🐻তিরা তো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে নাটক বলবেনই। এতে অবাক হওয়ার কী আছে।
শনিবার ফিরহাদ বলেন, ‘বিকাশ ভবনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না। সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টই বদলাতে পারে। এটা তো নাট⛄ক হচ্ছে। আমরা সহানুভূতির সঙ্গে দেখছি। যারা অনিশ্চয়তায় রয়েছে নিশ্চিতভাবে তাদের পাশে আছি। কিন্তু যারা এদের প্ররোচিত করেছে, তাদের ফাঁদে আবার পা দিয়ে তারা নাটক করছে। এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষের বাড়িতে অ্যাম্বুল্যান্স যাবে না? পাড়ার মানুষের অ্যাম্বুল্যান্স যাবে না? পাড়ার মানুষ অফি🌄সে যেতে পারবে না?’
চাকরিহারা শিক্ষক আন্দোলনের এক নেতা ফিরহাদ হাকিমের মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করে♎ বলেন, ‘সরকারের উচিত যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে উদ্যোগী হওয়া। ওনাদের সরকারের কারণেই আজ আমাদের পথে বসতে হয়েছে। ওনার মুখে এসব কথা মানায় না।’
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘যে সরকারের লক্ষ্য শুধু দুর্নীতি করা তারা তো দুর্নীতি বিরোধী আন্দোলনকে নাটক বলবেনই। এটা ঠিক যে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না। কিন্তু আন্দোলন হচ্ছে সরকার যাতে SSCকে যোগ্য শিক্ষকদের তালিকা ও সমস্ত OMR প্রকাশের জন্য সুপারিশ করে সেজন্য। সরকার উপযুক্ত নথি আদালতে🔜 পেশ করলেই রায় বদলাবে। কিন্তু সরকারের যোগ্য – অযোগ্যের তালিকা পেশ করার সাহস নেই। তাহলে যারা টাকা দিয়ে 🌞চাকরি পেয়েছে তারা পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের পিঠের চামড়া ছাড়িয়ে নেবে।’