‘অপারেশন সিঁদুর’ দেখে দেশবাসীর মনে একটা আনন্দ শুরু হয়েছে। কারণ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওতে নির্মম হামলা চালিয়েছিল। যার প্রতিশোধ নেওয়া গিয়েছে আজ। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতের সঙ্গে লাগলে তার ফল কেমন হয়। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান এখন দিশেহারা। এই ঘটনার পর রাজ্যজুড়ে মিষ্টি বিতরণ শুরু হয়েছে। রাজনৈতিক নেতা–নেত্রী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকরা এক্স হ্যান্ডেলে খুশি প্রকাশ করছেন। আর এই বদলার খবর সামনে আসতেই খুশি ঝালদার বাসিন্দা এবং জঙ্গিদের গুলিতে নিহত আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্রার পরিবারের সদস্যরা।
এদিকে মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনা নিয়ে মণীশরঞ্জন মিশ্রার ভাই বলেন, ‘এই ধরনের অপারেশন লাগাতার চলতে থাকুক। যতক্ষণ না পাকিস্তানে সব জঙ্গি একেবারে শেষ হয়ে যায়। পাকিস্তানের উপর এমন হামলা হোক, যাতে দ্বিতীয়বার এমন জঘন্য কাজ করতে ওরা না পারে।’
আরও পড়ুন: ‘এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না’, অপারেশন সিঁদুরের পর মন্তব্য পূর্ণমের স্ত্রীর
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে ‘জয় হিন্দ’। তার উপর ‘অপারেশন সিঁদুর’–এর সফল অভিযানের জেরে সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ, লস্কর–ই–তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ৯টি জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে। ভারতের কড়া জবাবকে সমর্থন করেছেন দেশের মানুষজন। সেখানে নিহত মণীশরঞ্জন মিশ্রার ভাইও সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। নিহত আইবি অফিসারের ভাইয়ের বক্তব্য, ‘যখন আমার দাদার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তখন অনেকে এমন রয়েছেন, যাঁরা এসে সেখানে কমেন্ট করেছিলেন, পাকিস্তান ‘থ্য়াঙ্ক ইউ’, হাসির ইমোজি দিয়েছিলেন। সাইবার সেলের কাছে আমার অনুরোধ, সেই সমস্ত ব্যক্তিদেরও খুঁজে বের করে শেষ করে দিক ভারত।’