১৯৯৯ সালের সেই দুর্ঘটনার স্মৃতিকে উসকে দিয়ে সেই 🐎গাইসালের কাছেই মালদাগামী ট্রেনে আগুন। শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমু ট্রেনে আগুন লাগে মঙ্গলবার। উত্তর দিনাজপুরের কাছে গাইসালে ট্রেনে আগুন লাগে। যাত্রীদের মধ্য়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। সূত্রের খবর, ট্রেনের ইঞ্জিনের কাছ থেকে প্রাথমিকভাবে ধোঁয়া বের হতে দেখা যায়। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। এরপর খবর যায় দমকল দফতরে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের জেরে ইঞ্জিনের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে।
তবে আশার কথা একটাই যাত্রী, চালক গার্ড বা কোনও রেলকর্মীর ক্ষয়ক্ষতি কিছু হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ౠছে। তবে গোটা ঘটনায় যাত্রীদের মধ্য়েই প্রচন্ড আতঙ্ক তৈরি হয়েছিল। দমকল গিয়ে পরিস্থিতি কোনওরকমে নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডের জেরে গুঞ্জরিয়ার কাছে রাজধানী এক্সপ্রেস থমকে যায়। পরে অবশ্য় পরিস্থি🌃তি স্বাভাবিক হয়েছে। সূত্রের খবর গাইসালের নর্থ কেবিনের কাছে আগুন লাগে ইঞ্জিনে। তড়িঘড়ি গার্ড চালককে ফোন করেন। এরপরই ট্রেন থামিয়ে দেওয়া হয়। ততক্ষণে দমকলে খবর চলে গিয়েছে। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাইসালের পেছনের ইঞ্জিনে আগুন লাগে। যাত্রীরা যে যার মতো নেমে পড়েন। শিলিগুড়ি থেকে মালদার দিকে যাচ্ছিল। ইসলামপুর থানার গাইসালে প্রবেশের আগে ট্রেনের আগুন দেখতে পাওয়া যায়। এই ট্রে🌃নে স্থানীয় যাত্রী প্রচুর ছিলেন। ট্রেন থামতেই তারা নেমে পড়েন।