বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Preparation for Covid: বাড়ছে করোনা সংক্রমণ, মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করে দিল সরকারি হাসপাতাল
পরবর্তী খবর
Preparation for Covid: বাড়ছে করোনা সংক্রমণ, মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করে দিল সরকারি হাসপাতাল
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 11:01 AM ISTMD Aslam Hossain
করোনা সংক্রমণ খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তবে সরকারি হাসপাতালগুলিকে এরজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ইতিমধ্যেই শয্যা, লোকবল, ওষুধ, সরঞ্জাম এবং অক্সিজেনের মতো সুবিধাগুলি প্রস্তুত রাখার জন্য পর্যালোচনা সভা শুরু করেছে।
করোনা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি হাসপাতাল। প্রতীকী ছবি
বর্ষবরণের আগে ক্রমেই ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারির পরেই দেশের বেশ কয়েকটি রাজ্য করোনা নিয়ে নির্দেশিকা জারি করেছে। এই অবস্থায় বাংলায় রাজ্য সরকার কোনও নির্দেশিকা জারি না করলেও বেশ কিছু সরকারি হাসপাতাল ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।
স্বাস্থ্য আধিকারিকদের মতে, করোনা সংক্রমণ খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তবে সরকারি হাসপাতালগুলিকে এরজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ইতিমধ্যেই শয্যা, লোকবল, ওষুধ, সরঞ্জাম এবং অক্সিজেনের মতো সুবিধাগুলি প্রস্তুত রাখার জন্য পর্যালোচনা সভা শুরু করেছে। আজ শুক্রবার আবারও বৈঠকে বসবেন হাসপাতালের কর্মকর্তারা। হাসপাতালের এমএসভিপি অঞ্জন অধিকারী জানিয়েছেন,এখানে ৩৬টি শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড রয়েছে। যদিও পরিস্থিতি এখন উদ্বেগজনক নয়। তবে আগামী দিনে সেরকম পরিস্থিতি তৈরি হলে যাতে প্রস্তুত থাকা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।
মাঝখানে বেশকিছু মাস স্থগিত থাকার পর বেশ কিছু হাসপাতাল ইতিমধ্যেই করোনা আক্রান্ত রোগী পেতে শুরু করেছে। যদিও সংখ্যা এখনও কম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে বেশি পরিমাণে পরীক্ষা করা হলে আরও অনেক করোনা আক্রান্তের খবর পাওয়া যেতে পারে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এনিয়ে এনআরএস হাসপাতালও প্রস্তুতি শুরু করেছে। এবিষয়ে হাসপাতালের এমএসভিপি ইন্দিরা দে বলেন, ‘আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। আমাদের হাসপাতালে কোনও কোভিড রোগী নেই। তবে তা খুব বৃদ্ধির সম্ভাবনা নেই।’