সত্যি হল বিজেপির অভিযোগ। শুভেন্দু অধিকারীর করা অভিযোগ প্রমাণিত হওয়ায় কাকদ্বীপে এক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। EROর লগ ইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে তার সত্যতা প্রমাণিত হওয়ায় অরুণ গড়াই🐬 নামে ওই ব্যক্তিকে সাসপেন্ড কওরেছে কমিশন।
সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকা🔯রিকের দফতরে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার তার অধীনস্থ কর্মচারীদের দিয়ে পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। উদাহরণ হিসাবে কাকদ্বীপ বিধানসভার একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। যেখানে অবৈধ💜ভাবে লগ ইন করে নাম সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
সেই ঘটনার তদন্তে নেমে শনিবা༺র নির্বাচন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন।
তদন্ত রিপোর্টে উঠে এসেছে গত ২৪ মার্চ কাকদ্💎বীপ ব্লকের AERO তথা যুগ্ম বিডিও স্বপন কুমার হালদারের লগ ইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় সংযোজন, বিয়োজনের ৩টি আবেদনের নিষ্পত্তি করেছেন তিনি। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেয় কমিশন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অরুণ গড়াইকে শোকজ করেন জেলাশাসক। তার জবাবে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান অরুণবাবু।
কমিশনের এই পদক্ষেপের পর সোশ্যাল মিডিয়ায় ফের সরব হয়েছেন শুভেন্দুবাব✱ু। কমিশনের নির্দেশের কপি পোস্ট করে তিনি লিখেছেন, রাজ্যস্তরে বিভিন্ন নির্বাচনী আধিকারিকরা আঁতাত করে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। আমরা সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সদা সতর্ক আছি।