টানা তিন দিনে, তিনটি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় ক্রিকেটেও এবার বোধহয় সরাসরি ঢুকে পড়ছে ভারত-পাক অশান্তির আবহ। এদিন ফের ভারতের রাজধানীর শহরের স্টেডিয়ামকেই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল, ইতিমধ্যেই যা নিয়ে দিল্লির পুলিশ তটস্থ হয়েছে এবং তদন্ত শুরু করে দিয়েছে। শুক্রবার সকালেই এক অচেনা ইমেল আইডি থেকে উড়ো মেল আসে দিল্লির অরূণ জেটলি স্টেডিয়ামের অফিসে। সেই মেলেই দাবি করা হয় স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে, এই মাঠই আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের হোম গ্রাউন্ড। সেখানে ১১ মে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা ছিল। গুজরাট টাইটান্স দল আগেই দিল্লিতে পৌঁছে গেছিল এই ম্যাচ খেলার জন্য🙈।
DDCA-তে হুমকি মেল
দিল্লি জেলা ক্রিকেট সংস্থার তরফে এই ইমেল গ্রহণের কথা স্বীকার করে নেওয়া হয়, টাইমস অফ ইন্ডিয়াকে তাঁরা জানান, য🉐ে দিল্লি পুলিশকেও এই মেল সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়🐭েছে। তিনি জানান, ‘হ্যা এটা সত্যি যে আজকে সকালে আমরা একটা হুমকি মেল পেয়েছি, সেটা দিল্লি পুলিশকে ফরওয়ার্ডও করে দিয়েছি। ওরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং স্টেডিয়ামে এসে পরিদর্শন করে গেছে ’।
IPL স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়
সেই হুমকি মেলে আরও দাবি করা হয়, যে ভারতে নাকি পাকিস্তানের একাধিক স্লিপার সেল রাখা হয়েছে, য🧔েটা তাঁরা অপারেশন সিঁদুরের পাল্টা হিসেবে স্বক্রিয় করবে। প্রসঙ্গত শুক্রবারই আইপিএল সাময়িক স্থগি করার স✃িদ্ধান্ত নেয় বিসিসিআই। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
বুধবার থেকে ভারতের পাল্টা জবাব
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের খুন করে সন্ত্রাসবাদীরা। বলে বাকি নেই যে সন্ত্রাসবাদীরা আসলে সকলেরই পাকিস্তানের মদতপুষ্ট। এদিকে এরই পাল্টা হিসেবে বুধবার রাতে অপারেশন সিঁদুর করে ভারত, আর তারপর থেকেই দুই দেশের๊ মধ্যে লড়াই শুরু হয়েছে। পাকিস্তানের একাধিক ড্রোন হামলার চাল বাতিল করে দিয়েছে ভারত, পাল্টা ভারত পাকিস্তানে ঢুকে একের পর এক জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে।
ইডেন, জয়পুরের পর এবার দিল্লি
বুধবার আইপিএলে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের, সেই ম্যাচের আগেই ইডেন গার্ডেন্সেও এমন হুমকি মেল এসেছিল। এরপর বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়াম🍎ের কাছেও এমনই এক উড়ো মেল এসেছিল, যেখানে দাবি করা হয়েছিল স্টেডিয়াম 🥀উড়িয়ে দেওয়া হবে। এবার তিন দিনে তৃতীয় মেল এল দিল্লির অরূণ জেটলি স্টেডিয়ামে।