নেটদুনিয়ায় বর্তমানে উর্বশী রাউতেলাকে নিয়ে চর্চার শেষ নেই। তার মধ্যেই ফের কান চলচ্চিত্র উৎসবে পোশাক নিয়ে ট্রোল হন নায়িকা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর এ🦄কেবারে বগল ছেঁড়া পোশাক পরে রেড কার্পেটে হাঁটলেন তিনি, আর ফের বয়ে গেল ট্রোলের বন্যা।
কী হয়েছে একটু খোলসা করে বলা যাক। এই বছর কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো লাল গালিচায় হেঁটেছেন উর্বশী রাউতেলা। রেড কার্পেটে হাঁটার সময় উর্বশী হাত নাড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আর সেখানেই বেঁধেছে যত বিপত্তি। কারণ নায়িকার জামার বগলের অংশটিতে একটি ছিদ্র ছিল। তা খুব স্বাভাবিক ভাবেই সকলের চোখ এড়ায় না। আর তারপরই নি♛য়ে শুরু হয় চর্চা। ফের বগল ছেঁড়া জামা পড়ে ট্রোলের শিকার হন উর্বশী।
আরও পড়ুন: অনন্যার সঙ্গে প্রেমের চর্চায় সিলমোহর ওয়াকারের? নায়িকার ꦺসাফল্য��ে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট
ফুল হাতা ক্রু নেকলাইন কালো গাউনটিতে রয়েছে , একটা কর্সেটেড বডি ও একটা সিঞ্চড বেলিলাইন, সঙ্গে সিল্কের স্তরযুক্ত একটা প্লিটেড বিশাল স্কার্ট, পিছনে একটি ট্রেনও ছিল। এই গাউনটির সঙ্গে পান্না-কাট কানের দুল পরেছিলেন নায়িকা। সঙ্গে গোলাপি র൩ঙের একটি ক্লাচও নিয়🔯েছিলেন হাতে।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে তিনি এজেন্টে সিক্রেট (ল'ꦆএজেন্ট সিক্রেট/দ্য সিক্রেট এজেন্ট)-এর স্ক্রিনিংয়ে জন্য যোগ দিয়েছিলেন। উর্বশীর রেড কার্পেটে হেঁটে যাওয়ার সময়কার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। ভিডিয়োগুলিতে দেখা যায় যে, অভিনেত্রী একটি কালো সিল্ক টাফেটা গাউন পরেছেন। রেড কার্পেটে হাঁটার সময় ক্যামেরার দিকে তাকিয়ে তিনি হাতও নাড়েন। আর উর্বশী হাত তুলতেই, তাঁর জামার বগলের কাছের ছিদ্র সকলের নজরে আসে। আর তা দেখেই ট্রোলের বন্যা নেটপাড়ায়।
আরও পড়ুন: 🐈ছলছল চোখ, 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে বিদায় নিলেন লেডি কনস্টেবলꦓ সায়ন্তী! কী বললেন এমজি?
বেনামী ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ডায়েট সব্যা তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশীর একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে একটি ক্যাপশনও রয়েছে। যেখানে উর্বশীকে কটাক্ষ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দেখো, ব্যস্ততার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। বেচারির জন্য আমার খারাপ লাগছে। কানে যেখানে কোনও প্যাপ নেই সেখানে লাল গালিচায় হাঁটা সময় এই কান্ড।’ একজন এই পোস্টে কমেন্ট করেছেন, 🔴‘এটা কি? ওখানে গর্ত নাকি????’ আর একজন লিখেছেন, ‘কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়?’