যে কোনও আইসিসি ইভেন্টেই অস্ট্রেলিয়া সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়। এবার তুলনায় ভাঙা দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামলেও অস্ট্রেলিয়াকে একেবারে হিসাবের বাইরে রাখতে রাজি ছিলেন না বিশেষজ্ঞরা। যদিও অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ হয় সেমিফাইনালেই। ভারতের কাছে শেষ চারের লড়াইয়ে পরাজিত হয় অজিরা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরে। তারা বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে। তবে প্রোটিয়াদের লড়াইও থেমে যায় শেষ চারের হার্ডলে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ করে দক্ষিণ আফ্রিকা।
এই অবস্থায় দেখে নেওয়া যাক সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আইসিসির থেকে কত টাকা করে পুরস্কার পাবে। উল্লেখযোগ্য বিষয় হল, দু'দলই সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়ার থেকে বেশি টাকা পাবে দক্ষিণ আফ্রিকা।
আসলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগে ২টি ম্যাচ জিতেছে। তারা পরাজিত করে আফগানিস্তান ও ইংল্যান্ডকে। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ লিগে ১টি মাত্র ম্যাচে জয় পায়। তারা হারিয়ে দেয় ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
সেমিফাইনালে হেরে যাওয়া দু'দল কোন কোন বিভাগে আইসিসির থেকে আর্থিক পুরস্কার পাবে
১. চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নেওয়ার জন্যই ৮টি দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।
২. গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলকে দেওয়া হবে ৩৪ হাজার মার্কিন ডলার করে। অর্থাৎ লিগের প্রতিটি ম্যাচ জিতেই প্রায় ৩০ লক্ষ টাকা করে পকেটে পুরবে দলগুলি।
৩. সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা করে পুরস্কার পাবে।
ভারতের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া অস্ট্রেলিয়া কত টাকা পুরস্কার পাবে
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়া পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা। সেমিফাইনালে ওঠার জন্য অজিরা পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা। এছাড়া অস্ট্রেলিয়া গ্রুপ লিগে একটি ম্যাচ জয়ের জন্য প্রায় ৩০ লক্ষ এবং ২টি ভেস্তে যাওয়া ম্যাচ থেকে (১৫+১৫) সাকুল্যে প্রায় ৩০ লক্ষ টাকা পাবে। সুতরাং, অস্ট্রেলিয়া সব মিলিয়ে পাবে ভারতীয় মুদ্রায় কমবেশি ৬ কোটি ৫৪ লক্ষ টাকা।
নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা কত টাকা পুরস্কার পাবে
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা। সেমিফাইনালে ওঠার জন্য প্রোটিয়ারা পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা। এছাড়া দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগে ২টি ম্যাচ জয়ের জন্য প্রায় ৬০ লক্ষ এবং ১টি ভেস্তে যাওয়া ম্যাচ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা পাবে। সুতরাং, দক্ষিণ আফ্রিকা সব মিলিয়ে পাবে ভারতীয় মুদ্রায় কমবেশি ৬ কোটি ৬৯ লক্ষ টাকা।
উল্লেখ্য, আইসিসি মার্কিন ডলারে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির আর্থিক পুরস্কার ঘোষণা করে যে দিন, সেই দিনের অনুযায়ী ভারতীয় মুদ্রায় আর্থিক পুরস্কার হিসাব করা হয়েছে এক্ষেত্রে।