তামিলনাড়ুর ভেলোরের ছেলে একার হাতে হারিয়ে দিলেন বাংলাদেশকে। এই মুহূর্তে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ꦛনা কোথাও। এমনকি ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও এখনও কোনও নিশ্চয়তা নেই। তা সত্ত্বেও এক ভারতীয় ক্রিকেটার কীভাবে বাংলাদেশকে হারিয়ে দিলেন, সেই প্রশ্নের উদয় হতে পারে ক্রিকেটপ্রেমীদের মনে। উত্তরটা চমকপ্রদ সন্দেহ নেই।
আসলে তামিলনাড়ুর ভেলোরে জন্মানো আদিত্য আশোক নি꧂উজিল্যান্ডের হয়ে মাঠে নেমে বাংলাদেশের ব্যাটারদের ঘোল খাওয়ান। ২২ বছরের এই লেগ স্পিনার শেষ ইনিংসে একাই ধস নামান বাং▨লাদেশ-এ দলের ব্যাটিং লাইনআপে। যার ফলে সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম বেসরকারি টেস্টে জয় তুলে নেয় নিউজিল্যান্ড-এ দল।
সিলেটে জয়ের জন্য বাংলাদেশ-এ দলের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৪৬ রানের। ঘরের মাঠে এই রান তুলে ম্যাচ জেতা এমন কিছু কঠিন ছিল না। তবে বাংল💧াদেশ তাদের শেষ ইনিংসের শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। শেষে আদিত্য এক ওভারে বাংলাদেশের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ-এ দল শেষ ইনিংসে ১৭৫ রানে অল-আউট হয়।💙 ৭০ রানের ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড-এ দল।
সিলেটে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে নিউজিল্যান্ড-এ দলের হয়ে মাঠে নামেন আদিত্য অশোক, যিনি ইতিমধ্যে নিউজিল্যান্ডের সিনিয়র দলের হয়ে ২টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০২ সালের ৫ সেপ্টে༺ম্বর আদিত্যর জন্ম হয় তামিলনাড়ুর ভেলোরে।
ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্য🐷ান্ড। তারা প্রথম ইনিংসে ২৫৬ রান তোলে। উইকেটকিপার মিচেল হে ৮১ ও ডিন ফক্সক্রফট ৪৭ রান করেন। বাংল♔াদেশের হয়ে খালেদ আহমেদ ৬টি ও এনামুল হক ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৮ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১২ রানের লিড নেয় বাংলাদেশ। ১০৭ রান করেন ক্যাপ্টেন নুরুল হাসান। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জোশ ক্লার্কসন ৪টি ও ক্রিশ্চিয়ান 🀅ক্লার্ক ৩টি উইকেট দখল করেন। ১টি উইকেট নেন আদিত্য।
নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৫৭ রানে। নিক কেলি ১২২ ও ক্যাপ্টেꦑন জো কার্টার ৫৮ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মুরাদ ৫টি ও নইম হাসান ৪টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য ২৪৬ রানের টার্গেট ছিল বাংলাদেশের সামনে। তবে তারা জয়ের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। মাহিদুল ইসলাম ৫৭ ও জাকির হাসান ৫০ রান করেন। আতিদ্য অশোক ১৭ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৪ রানের বিনিময়ে ৫টি🐬 উইকেট দখল করেন।
৪ বলে ৩ উইকেট আদিত্যর
আদিত্য ইনিংসের ৬২.২, ৬২.৪ ও ৬২.৫ ওভারে সাজঘরে ফেরান যথাক্রমে হাসান মুরাদ, এনামুল হক ও এবাদত হোসেনকে এবং ওভার-হ্যাটট্রিক পূর্ণ করেন। অর্থাৎ, ম্যাচের এই পর্যায়ে ৪ বলে ৩টি উইকেটꦚ নেন আদিত্য। এই এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আদিত্য অশোক।