টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিন দশেকের মধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরল ঘটনার সাক্ষী থাকলেন টিম ইন্ডিয়ার ওডিআই অধিনায়ক রোহিত শর্মআ। গত এক বছরে পরপর দুটি আইসিসি ইভেন্ট জিতেছেন হিটম্যান। ২০২৩ ওডিআই বিশ্বকাপটা মিস না হলে তিনি এতদিনে ভারতের সেরা অধিনায়কের তকমা ছিনিয়ে নেওয়ার পিছনেই দৌড়াতেন। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির ছাড়া রোহিত শর্মাই সব থেকে বেশি অর্থাৎ ৪টি করে আইসিসি ট্রফি জিতেছেন। ৭ মে অর্থাৎ বুধবার সন্ধ্যা ৭.২৯ মিনিটে রোহিত জানিয়ে দিয়েছিলেন তিনি আর টেস্ট🍎 ফরম্যাটে খেলবেন না। আর ১৫ মে বিকেলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে হিটম্যানকে বেশ আত্মবিশ্বাসীই লাগল ঐতিহাসিক মূহূর্তের সন্ধিক্ষণে।
রোহিতের নামে ওয়াংখেড়েতে স্ট্যান্ড
এদিন বিকেলে মুম্বই ক্রিকেট সংস্থার ไতরফে বিশেষভাবে সম্মানিত করা হল রোহিত শর্মাকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হল ভারতের টি২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়কের নামে। ওয়াংখেড়েতে আগে নাম ছিল সুনীল গাভাসকর, সচিꦦন তেন্ডুলকরের মতো কিংবদন্তির, এবার সেখানেই রোহিতের নামে স্ট্যান্ডের নামকরণ হল, যা দেখে নষ্টালজিক হয়ে পড়লেন হিটম্যান। রোহিত শর্মার মা এবং বাবা নিজে হাতেই উদ্বোধন করেন স্ট্যান্ডের, যা প্রত্যেক বাবা মায়ের কাছেই এক গর্বের মূহূর্ত।
ওডিআই-তে খেলব, বার্তা রোহিতের
রোহিত শর্মা বলেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ, আজ যেটা আমার সঙ্গে হচ্ছে সে🏅টা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। আমি সবার মতোই চেষ্টা করেছি দেশের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে। সেটা করতে গিয়েই অনেক কিছুই মাইলস্টোন পেয়েছি, কিন্তু এরম একটা সম্মান পাওয়া খুবই স্পেশাল। এখানে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, এত বড় নাম করা একটা ভেনু। এখানে ক্রিকেটের কিংবদন্তিদের পাশে আ♉মার নাম থাকবে, এই আনন্দটা আমি ভাষায় বলে বোঝাতে পারব না। আমি যেহেতু খেলতে খেলতে এই সম্মা
ন পাচ্ছি, তাই এর আনন্দটা আরও বেশি। আমি দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছি, তবে এখনও আমি ওডিআইতে খেলি༒। আমি যখন ২১ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলব, আলাদারকম আনন্দ পাব। আর যখন ভারতের হয়ে এখানে খেলব, সেই মূহূর্তটা খুবই স্পেশাল হবে। আমি আমার পরিবারের কাছে খুবই কৃতজ্ঞ, আজকের এই দিনটার জন্য ’।
ক্রিকেটের মঞ্চ মিলিয়ে দিল রাজনীতিবিদদের
রোহিত আরও বলেন, ‘মুম্ব𝓰ই ইন্ডিয়ান্সও এখানকারই দল। আম♒ি এখান থেকে গিয়ে অনুশীলন শুরু করব ওদের হয়ে, ওরাও আমার অপেক্ষায় রয়েছে। এমন একটি বিশেষ মূহূর্ত আমায় দেওয়ার জন্য মুম্বই ক্রিকেট সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ। দেবেন্দ্র ফদনবীশ স্যার এবং শরদ পাওয়ার স্যার আজকে এখানে এসেছে, তাঁদেরকেও অনেক ধন্যবাদ। আমায় এবং আমার পরিবারকে এহেন সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ, দিনটা সত্যিই আমার কাছে খুবই স্পেশাল ’।