স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫ পুনরায় কবে শুরু হবে, সেই বিষয়ে এখন জোর জল্পনা ভারতীয় ক্রিকেটমহলে। কবে শুরু হবে, কবে শেষ হবে, বিস্তর চর্চা চলছে। তবে রবিবার বিসিসিআইয়ের ভাইস 𝄹প্রেসিডেন্ট সব জল্পনায় জল ঢা🐓ললেন। তিনি স্পষ্ট জানালেন টুর্নামেন্ট পুনরায় শুরু করা নিয়ে বোর্ড কী ভাবছে।
শনিবার ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ার পরেই তডꦚ়িঘড়ি আইপিএল শুরু হতে চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আগামী সপ্তাহেই ফের শুরু হতে পারে বলে শোনা যায়। যদিও রাজীব শুক্লা জানালেন যে, এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। সব তরফে আলোচনা চলছে। সব দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এক্ষেত্রে এও জানিয়ে দেন যꦐে, টুর্নামেন্ট ঠিক সময়ে শেষ করার চেষ্টা করছে বোর্ড। তাই তাড়াতাড়িই ফের শুরু কর🅠া হবে আইপিএল ২০২৫।
আইপিএল পুনরায় শুরু হওয়া প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, ‘এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআইয়ের কর্মকর্তারা সমাধানসূত্ꦜর খুঁজছেন। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। কাল সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছে। ♊পরিস্থিতির পর্যালোচনা করা হবে। বিসিসিআই সচিব সবার সম্পর্কে রয়েছেন। আইপিএল চেয়ারম্যান ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলছেন। তাড়াতাড়িই জানা যাবে ফের কবে টুর্নামেন্ট শুরু হবে। তবে তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করা হবে এটা তো স্বাভাবিক।’
শুক্লা আরও বলেন, ‘টুর্নামেন্ট যাতে ঠিক সময়ে শেষ করা যায়, তাই তাড়াতাড়ি শুরু করার চেষ꧒্টা করা হবে। কোথায়, কতগ🅠ুলি মাঠে খেলা হবে, বিসিসিআই কর্তারা স্থির করছেন।’
আরও পড়ুন:- ভারতের খেলা ১০টি দেশের মধ্য🍸ে এই ৩টি দলের বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি কোহলি, কেন?
উল্লেখ্য, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ধরমশালার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে শুক্রবার বিসিসিআই সরকারিভাবে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষ𒉰ণা করে। বাকি টুর্নামেন্টের সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়া নিয়ে যে সব ইঙ্গিত মিলছে
১. মে মাসের ১৫-১৬ তারিখ করে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২🍃০২৫ পুনরায় শুরু হতে পারে।