লাল বলের ক্রিকেটে লজ্জার মুখে পড়ল পাকিস্তান। তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একেবারে শেষে থাকলেন মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদরা। ২০১৯-২১ সাল এবং ২০২১-২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘লাস্ট’ হয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতান টেস্টে হেরে গিয়ে ‘টাইগার’-দের হ্যাটট্রিক রুখে দিল পাকিস্তান। এবার ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টা তালিকায় সপ্তম স্থানে শেষ করল বাংলাদেশ (পয়েন্ট পার্সেন্টেজ ৩১.২৫)। ওয়েস্ট ইন্ডিজ থাকল অষ্টম স্থানে (পয়েন্ট পার্সেন্টেজ ২৮.২১)। আর পাকিস্তান নয় নম্বরে শেষ করল (পয়েন্ট পার্সেন্টেজ ২৭.৯৮)।
১৯৯০ সালের পরে পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
শুধু তাই নয়, এই নিয়ে ঘরের মাঠে পঞ্চমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও টেস্টে হারল পাকিস্তান। প্রথম টেস্টে জিতে গেলেও মুলতানে ১২০ রানে হেরে গেল। ফলে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করলেন মাসুদরা। উলটোপ্রান্তে ২০২৪ সালে ঐতিহাসিক গাব্বা টেস্টের জয়ের প্রায় এক বছরের মাথায় মুলতানে ‘স্পেশাল’ জয় ছিনিয়ে নিলেন ক্যারিবিয়ানরা। পেসার এবং স্পিনাররা হাতে হাত মিলিয়ে নজির তৈরি করলেন পাকিস্তানে। ১৯৯০ সাল থেকে প্রথমবার পাকিস্তানে কোনও টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: India vs England- কোন মন্ত্রে দ্বিতীয় T20I-তে ইংরেজ বধ? শেষ লগ্নে আর্শদীপ, রবিকে কি বলেছিলেন তিলক?
৩৮ রানে ৭ উইকেট হারিয়েও টেস্ট জয়, ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের
সবথেকে বড় বিষয় হল যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা সময় সাত উইকেটে ৩৮ রান হয়ে গিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ইনিংসে যে রানে সপ্তম উইকেট হারানোর পরে কোনও দল টেস্ট জিতেছে, সেটার তালিকায় ক্যারিবিয়ানরা দ্বিতীয় স্থানে থাকবেন। প্রথমে আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১ রানে সাত উইকেট হারানোর পরেও টেস্ট জিতেছিলেন ইংরেজরা। যে টেস্ট হয়েছিল ১৮৮৭ সালের জানুয়ারিতে।
২ টেস্টে ১৯ উইকেট ওয়ারিকানের
আর সেটার নেপথ্যে বড় অবদান আছে জোমেল ওয়ারিকানের। যিনি দ্বিতীয় টেস্টের মোট নয় উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ১৭ ওভারে ৪৩ রান দিয়ে চার উইকেট তোলেন। আর দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শুধু তাই নয়, প্রথম ইনিংসে ১১ নম্বরে নেমে ৪০ বলে অপরাজিত ৩৬ রান খেলেছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: Ahmed Shehzad: দেখতে সুন্দর হওয়ায় জাতীয় দল থেকে ব্রাত্য! বিস্ফোরক অভিযোগ পাক ক্রিকেটারের
কারণ প্রথম ইনিংসে মাত্র ১৬৩ রানে অল-আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ওয়ারিকানের ইনিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বভাবতই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। আর সিরিজের সেরার পুরস্কারও পেয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। দুটি টেস্টে মোট ১৯টি উইকেট নিয়েছেন। করেছেন ৮৫ রান।
মুলতানে দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর
১) ওয়েস্ট ইন্ডিজ: ১৬৩ রান (প্রথম ইনিংস) এবং ২৪৪ রান (দ্বিতীয় ইনিংস)।
২) পাকিস্তান: ১৫৪ রান (প্রথম ইনিংস) এবং ১৩৩ রান (দ্বিতীয় ইনিংস)।
আরও পড়ুন: Ravichandran Ashwin: তুমি যদি হাত দেখে বুঝতে না পারো…কুয়াশা বিতর্কে ব্রুককে আয়না দেখালেন অশ্বিন
তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
১) দক্ষিণ আফ্রিকা: ৬৯.৪৪ শতাংশ (ফাইনালে উঠে গিয়েছে)।
২) অস্ট্রেলিয়া: ৬৩.৭৩ শতাংশ (ফাইনালে উঠে গিয়েছে)।
৩) ভারত: ৫০ শতাংশ।
৪) নিউজিল্যান্ড: ৪৮.২১ শতাংশ।
৫) শ্রীলঙ্কা: ৪৫.৪৫ শতাংশ।
৬) ইংল্যান্ড: ৪৩.১৮ শতাংশ।
৭) বাংলাদেশ: ৩১.২৫ শতাংশ।
৮) ওয়েস্ট ইন্ডিজ: ২৮.২১ শতাংশ।
৯) পাকিস্তান: ২৭.৯৮ শতাংশ।