কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও যোগ্য সম্মান পাননি সেই সময়কার নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। এমনটাই মনে করেন সুনীল গাভাসকর। সেই কারণেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে কটাক্ষ করেছেন ভারতের 🥃কিংবদন্তি ক্রিকেটার। সুনীল গাভাসকর বলেন, গম্ভীরের কারণেই শ্রেয়স আইয়ার তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ২০𒊎২৪ সালের আইপিএল জয়ী করার পরেও যোগ্য সম্মান পাননি।
গত বছর শ্রেয়স আইয়ার KKR-এর তৃতীয় আᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুম্বইয়ের এই ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছিলেন এবং চলতি আইপিএল ২০২৫-এও পঞ্জাব কিংসকে (🌼PBKS) ২০১৪ সালের পর প্রথমবার প্লে-অফে তুলেছেন।
তবে, ২০২৪ সালে আইপিএল জয়ের পরেও শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে যেটুকু স্বীকৃতি পাওয😼়ার কথা ছিল, তা পাননি। তখন KKR-এর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, যিনি জয়ের সিংহভাগ কৃতিত্ব নিজের ঝুলিতে নিয়ে চলে যান।
আরও পড়ুন … হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদ𝔍ি𓆏ত্যনাথের সঙ্গে দেখা করলেন মহম্মদ শামি
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেন, ‘গত মরশুমে আইপিএল জয়ের জন্য ও (শ্রেয়স) প্রাপ্য সম্মান পায়নি। সব কৃতিত্ব অন্য একজনকে দেওয়া হয়েছღিল। মাঠে কী হচ্ছে, সেটা মূলত অধিনায়কের নেতৃত্বে হয়, কেউ ডাগআউটে বসে থেকে সেটা করে না।’ তিনি আরও বলেন,ꦛ ‘এই বছর ও ন্যায্য সম্মান পাচ্ছে। কেউই পুরো কৃতিত্ব রিকি পন্টিংকে দিচ্ছে না।’
আরও পড়ুন … দল পর🐼িচালনাও ভালোভাবে করছেন গিল… প্রাক্তনীর গলায় শুভমনের GT-র নেতৃত্বের প্রশংসা
২০২৪ সালের আইপিএল-জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে গত বছরের মেগা নিলামে পঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল। এখনও পর্যন্ত সেই বিনিয়োগ সফল প্রমাণিত হয়েছে। শ্রেয়স আইয়ার ১১টি ম্যাচে ৫০.৬৩ গড়ে ৪০৫ রান করেছেন, যার মধ্যে রয়ে𓆏ছে চারটি হাফ-সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার যথেষ্ট বিচক্ষণ ও সক্রিয় নেতৃত্ব দিয়েছেন, এবং কোচ রিকি পন্টিং ডাগআউটে থাকা অবস্থায় দুজনের সমন্বয় দুর্দান্ত কাজ করছে।
আরও পড়ুন … ধোনির একটা বাস্তব ফ্যানবেস আছে, বাকিরা তো টাকা দিয়ে ফ্যান তৈ𓂃রি করে- ভাজ্জির বিতর্কিত ম🥃ন্তব্য
এর আগেও দিল্লি ক্যাপিটালস-এ এই জুটি একসঙ্গে কাজ করেছিল, যেখানে তারা ২০১৯ সালে প্লে-অফে উঠেছিল এবং ২০২০ সালে রানার্স-আপ হয়েছিল। এবার পঞ্জাব কিংসে ফের একত্র হয়ে, আইয়ার-পন্টিং জুটি দলের ভাগ্য এতটাই পাল্টে দিয়েছে যে তারা এক 🔜দশকের বেশি সময় পর আবার প্লে-অফে উঠেছে।