ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন কোচের নাম চূড়ান্ত করে ফেলল সেদেশের ক্রিকেট বোর্ড। শাই হোপ, রভম্যান পাওয়েলদের দায়িত্বে আসতে চলেছেন তাঁদের দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সাম্প্রতিক সময় যদি দেখা যায় তাহলে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের উন্নতির পরিবর্তে আন্তর্জাতিক ক্রিকেটে অবনতিই হয়েছে। আইসিসি প্রতিযোগিতায় না খেলার লজ্জাও তাঁদের দেখতে হয়েছে।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
অথচ এই ওয়েস্ট ইন্ডিজ দলই ২০১৬ সালে খেলতে এসে ভারতে টি২০ বিশ্বকাপ জিতে গেছিল। মার্লন স্যামুয়েল, ড্যারেন স্যামিরা বুঝিয়েছিলেন লড়াই কাকে বলে। এরপর অবশ্য তাঁদের সঙ্গে ক্যারিবিয়ান বোর্ডের সংঘাত হয়েছিল, তারপর? বাকিটা ইতিহাস। বহু তারকাই সেই বিশ্বকাপজয়ী দল থেকে আর ফেরেননি পরবর্তীতে জাতীয় দলে। ২০১২ সালেও স্যামির নেতৃত্বেই ক্যারিবিয়ানরা জেতে প্রথম টি২০ বিশ্বকাপ।
অবশ্য সাম্প্রতিক সময় ড্যারেন স্যামির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কর্তাদের সম্পর্ক ভালো। সেই সুবাদেই ক্যারিবিয়ানদের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে নিযুক্ত করা হচ্ছে। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ডিরেক্টর মাইলস বাসকম্বে এই ঘোষণা করেন।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর আবেগে ভাসেন ক্যারিবিয়ান তারকাও। তিনি প্রতিক্রিয়াতে জানিয়েছেন, ‘যে কোনওভাবেই ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যুক্ত থাকা আমার কাছে অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই নতুন পদে আমি দেশের ক্রিকেটকে নতুন দিশা দেখানোর চেষ্টা করব। টেস্ট দলের উন্নতিতে চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক’।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজ দল আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সম্প্রতি আলজারি জোসেফের সঙ্গে তাঁদের দলের অধিনায়কেরও মাঠের মধ্যেই ঝগড়া হয়। এসব ঘরোয়া কোন্দল কাটিয়ে দ্রুত দলকে সাফল্যের সরণীতে আনার উদ্দেশ্যেই সাম্প্রতিক সময়ের সফলতম অধিনায়কের ওপর দায়িত্ব তুলে দিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।