ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি হয়ে আসছেন অভিজিৎ ভট্টাচার্য। সেখানেই তিনি বিস্ফোরক দাবি করে বসলেন অভিজিৎ ভট্টাচার্য। আর তাঁকে সঙ্গ দিলেন এই রিয়েলিটি শোয়ের আরেক বিচারক বিশাল দাদলানি। কিন্তু কুমার শানুর নামে তাঁরা কী অভিযোগ করলেন?
ইন্ডিয়ান আইডলের মঞ্চে অভিজিৎ ভট্টাচার্য
এদিন অভিজিৎ ভট্টাচার্য এসে সকলের ক্লাস নেবেন। তিনি সেই ক্লাসের ফাঁকেই বলে বসেন, 'ইয়ে কালি কালি আঁখে গানটি যদি আমি গাইতে পারতাম। কিন্তু তুমি (কুমার শানু) এসব গান এভাবে কী করে গাইলে?' তারপর তিনি বলেন, 'না না, এভাবে কী করে হবে? তোমার এই গানের জন্য আমার একটা অ্যাওয়ার্ড আটকে গেল! আমার একটা গান এই গানের প্রতিদ্বন্দ্বী ছিল।'
আরও পড়ুন: 'না চেয়েও সব পাওয়ার আনন্দ', পদ্মভূষণ পেয়ে 'গর্বিত' 'কাবুলিওয়ালা', আনন্দ জাহির করে কী বললেন মিঠুন
আরও পড়ুন: শোয়েব-সানিয়ার বিচ্ছেদের খেসারত দিচ্ছে তাঁদের সন্তান? কটাক্ষের শিকার হয়ে স্কুলে যেতে চাইছে না ছোট্ট ইজহান
অভিজিতের এই অভিযোগ শুনে কুমার শানু কান ধরে বলে ওঠেন, 'মাফ করে দিও, মাফ করে দিও আমায়।' এরপর বিশাল দাদলানি মুখ খোলেন। তিনি বলেন, 'আমি এটা বলতে চাই যে কুমার শানু একমাত্র এমন একজন গায়ক যে অন্যান্য বহু গায়কের পুরস্কার আটকে দিয়েছেন।' শানু ক্ষমা চাইলেও বিশাল বলেন, 'এই দেশ আপনাকে কখনই ক্ষমা করবে না। আপনাকে সারাজীবন এই গানগুলো গেয়ে যেতে হবে।' যদিও তাঁরা এই সমস্ত কথাই নিছক মজা করে করেছেন। বলা ভালো কুমার শানুর তারিফ করে বলেছেন।
সম্প্রতি এই ভিডিয়ো সোনি চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে। লেখা হয়েছে, 'অভিজিতের গান ইন্ডিয়ান আইডলের মঞ্চে এমন রং লাগিয়েছে যে সবাই নেচে উঠেছে।'
আরও পড়ুন: '১৯৬৯ সালে প্রথম ট্রিঙ্কাসে...' পদ্মভূষণ পাচ্ছেন ঊষা, ‘গর্বিত’ বন্ধু শশী থারুর স্মৃতি হাতড়ে কী লিখলেন?
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ' কুমার শানু চাইলেও এখনও গান গেয়ে বহু গায়কের পুরস্কার আটকে দিতে পারে।' আরেক ব্যক্তি লেখেন, 'এটা একেবারেই সত্যি কথা। ওঁর গান মানেই আলাদা ব্যাপার।'
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।