আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের ছ'টি প্রান্ত থেকে দিঘাগামী বাস পরিষেবা শুরু হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দু'দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে বাস ছাড়বে। সেইসব বাসের রুট, উত্তরবঙ্গ থেকে ছাড়ার সময়, দিঘা থেকে ছাড়ার সময়, কলকাতা বা দিঘা পর্যন্ত বাসের ভাড়া-সহ যাবতীয় তথ্য প্রকাশ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
কোচবিহার থেকে দিঘার বাসের তথ্য
১) কোচবিহার থেকে বাস ছাড়ার সময়: সোমবার এবং শুক্রবার, দুপুর ২ টো।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: মঙ্গলবার এবং শনিবার, দুপুর ২ টো।
৩) যাত্রা শুরু: ৩০ মে (শুক্রবার) থেকে।
৪) বাসের রুট: ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট হয়ে চলবে বাস।
আলিপুরদুয়ার থেকে দিঘার বাসের তথ্য
১) আলিপুরদুয়ার থেকে বাস ছাড়ার সময়: মঙ্গলবার এবং শনিবার, দুপুর ২ টো।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: বুধবার এবং রবিবার, দুপুর ২ টো।
৩) যাত্রা শুরু: ৩১ মে (শনিবার) থেকে।
৪) বাসের রুট: ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাটের উপর দিয়ে গিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছাবে বাস।
আরও পড়ুন: রথে পুরী নাকি দিঘা কোথায় যাবেন? রেলের কাছে বড় দাবি করলেন শিলিগুড়ির বিধায়ক
জলপাইগুড়ি থেকে দিঘার বাসের তথ্য
১) জলপাইগুড়ি থেকে বাস ছাড়ার সময়: বুধবার এবং শনিবার, বিকেল ৪ টে।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: বৃহস্পতিবার এবং রবিবার, দুপুর ২ টো ৩০ মিনিট।
৩) যাত্রা শুরু: ২৮ মে (বুধবার) থেকে।
৪) বাসের রুট: শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা।
শিলিগুড়ি থেকে দিঘার বাসের তথ্য
১) শিলিগুড়ি থেকে বাস ছাড়ার সময়: বৃহস্পতিবার এবং রবিবার, বিকেল ৫ টা ৩০ মিনিট।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: শুক্রবার এবং সোমবার, দুপুর ২ টো ৩০ মিনিট।
৩) যাত্রা শুরু: ২৯ মে (বৃহস্পতিবার) থেকে।
৪) বাসের রুট: রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা।
আরও পড়ুন: ‘আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা’, মমতাকে কথা হর্ষ নেওটিয়ার
রায়গঞ্জ থেকে দিঘার বাসের তথ্য
১) রায়গঞ্জ থেকে বাস ছাড়ার সময়: সোমবার এবং শুক্রবার, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: মঙ্গলবার এবং শনিবার, দুপুর ৩ টে।
৩) যাত্রা শুরু: ৩০ মে (শুক্রবার) থেকে।
৪) বাসের রুট: মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা।
মালদা থেকে দিঘার বাসের তথ্য
১) শিলিগুড়ি থেকে বাস ছাড়ার সময়: মঙ্গলবার এবং শনিবার, রাত ৯ টা।
২) দিঘা থেকে বাস ছাড়ার সময়: বুধবার এবং রবিবার, দুপুর ৩ টে।
৩) যাত্রা শুরু: ৩১ মে (বৃহস্পতিবার) থেকে।
৪) বাসের রুট: বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা।
উত্তরবঙ্গ থেকে দিঘাগামী বাসের ভাড়ার তালিকা
উত্তরবঙ্গ থেকে দিঘাগামী বাসের ভাড়া (১৫ জুন পর্যন্ত)
কীভাবে বাসের টিকিট বুকিং করতে হবে?
কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসস্ট্যান্ড থেকে বাসের টিকিট বুকিং করা যাবে। তাছাড়া দিঘা থেকেও বাসের টিকিট কাটতে পারবেন। অনলাইনে www.redbus.in থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দিরে জমা পড়ল লক্ষ লক্ষ টাকার প্রণামী, বাড়তি দানবাক্স তৈরির বরাত দিল কর্তৃপক্ষ!
উত্তরবঙ্গ থেকে দিঘাগামী বাসের বিবরণ
১) ৪৫টি আসনের ভলভো বাতানুকূল ভিডিয়ো কোচ।
২) ২*২ পুশব্যাক সিট, বেলুন সাসপেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংস্ক্রিয় অগ্নি-নিরোধক ব্যবস্থা।