বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: বর হিসেবে ফুল মার্কস! গুড বয় সাগ্নিকের কী কী প্রশংসা করল তাঁর স্ত্রী?
পরবর্তী খবর
Didi No 1: বর হিসেবে ফুল মার্কস! গুড বয় সাগ্নিকের কী কী প্রশংসা করল তাঁর স্ত্রী?
1 মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 06:56 PM ISTSubhasmita Kanji
Didi No 1: দিদি নম্বর ১ -এর মঞ্চে তারকারা সকলে এসেছিলেন জুটি বেঁধে। আর সেখানেই বরের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়। জানালেন সাগ্নিক প্রচণ্ড সংসারী। ঘর ভীষণ পরিপাটি করে গুছিয়ে রাখেন।
গুড বয় সাগ্নিকের কী কী প্রশংসা করল তাঁর স্ত্রী?
দিদি নম্বর ১ এ মাঝে মধ্যেই জুটি বেঁধে খেলতে আসেন বলি সেলেবরা। এবার তেমনই এলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাগ্নিক চট্টোপাধ্যায় এবং শম্পা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসেই দিদির কাছে বরের বিপুল প্রশংসা করলেন শম্পা।
শম্পা জানান তাঁর বর ভীষণই সংসারী। ভীষণ পরিপাটিও বটে। এদিন শম্পা জানান, 'ও ভীষণ সংসারী। মানে ভীষণই সংসারী, মাঝে মধ্যে আমার মাথা খারাপ হয় যায়। বৌমারা সাধারণত শাশুড়িকে ভয় পায় যে সব গুছিয়ে রাখতে হবে। আমি ওকে ভয় পাই। পিসিমা, মাসিমাদের মতো আলমারি গুছিয়ে রাখে জানো না। একদম টিপটপ করে সব কাজ করবে। একটু এদিক ওদিক হওয়ার জো নেই।' বরং শম্পা নিজেই নাকি খানিক অগোছালো বলে জানান। যেমন তেমন ভাবে কাজ করেন।
এতদূর শুনে মুগ্ধ হয়ে যান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান ফিটনেস ফ্রিজ সাগ্নিক এখনও কি জিমে যান? উত্তরে সাগ্নিক বলেন, 'ওটুকুই তো আছে। রোজ ৪৫ মিনিট করে শরীর চর্চা করি। আর আড্ডার বদলে সাঁতার কাটি।' এরপরই শম্পা জানান তাঁর বর আজকাল ধ্যান করেন তাঁর সঙ্গে। রচনা এরপর এদিনের আরেক অংশগ্রহণকারী জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে বলেন 'তুমি কী করো?' উত্তরে তিনি বলেন 'ওই তো সুইমিং পুলে আড্ডা মারতে মারতেই আমার ধ্যান হয়ে যায়।'
এদিনের অনুষ্ঠান দারুণ জমজমাট হয়ে উঠেছিল টলিউডের অভিনেতা অভিনেত্রীদের আড্ডায়। দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মৌসুমীও এদিন উপস্থিত ছিলেন। তিনি জানান তাঁর স্ত্রী তাঁর উপর কীভাবে নজরদারি চালান। আলাদা আলাদা সিরিয়ালে অভিনয় করলে নাকি মৌসুমী তাঁকে আধ ঘণ্টা অন্তর অন্তর ফোন করেন। এটা শুনে জয়জিৎ বলেন তাঁর স্ত্রী এটা করলে নাকি তিনি ফোনই ধরবেন না!