কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করার জন্য প্রস্তুত আলিয়া। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্তে বদল এনেছেন তিনি। অবশেষে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুম্বই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন ভাট কন্যা।
শুক্রবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। জানা যায়, কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আগামীকাল অর্থাৎ ২৪ মে আলিয়াকে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে। কান উৎসবে আলিয়ার ডেবিউ দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
বিমানবন্দরে আলিয়াকে দেখা যায় একেবারে সাদামাটা পোশাকে। সাদা টপের ওপরে বেইজ রঙের কোট, সঙ্গে নীল ডেনিম জিন্স, চোখে সানগ্লাস। বিমানবন্দরে প্রবেশ করার আগে ছবি শিকারীদের উদ্দেশ্যে একটি মিষ্টি হাসি ছুঁড়ে দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার কথা ছিল অভিনেত্রীর। ল'রিয়েল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানে আত্মপ্রকাশ করার কথা ছিল তাঁর। যদিও ভারত পাক সমস্যার মধ্যে সেই সফর বাতিল করেছিলেন আলিয়া। দেশের কঠিন অবস্থায় তিনি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি যে নিজের সিদ্ধান্তে বদল এনেছেন, সেই খবর শুনে ভীষণ খুশি সকলে।
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণপত্র পাওয়ার পরেই ইনস্টাগ্রাম স্টোরিজে সেই কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। গুচি ব্যাগের মধ্যে বই এবং প্রয়োজনীয় জিনিসের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘যাওয়ার জন্য প্রস্তুত।’ অবশেষে হতে চলেছে সেই স্বপ্নপূরণ।