বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush Day 6: ‘বাপ’ হয়েছে ‘লঙ্কা’, সংলাপ বদলে কি লক্ষ্মীলাভ করলেন 'আদিপুরুষ' নির্মাতারা?
পরবর্তী খবর
Adipurush Day 6: ‘বাপ’ হয়েছে ‘লঙ্কা’, সংলাপ বদলে কি লক্ষ্মীলাভ করলেন 'আদিপুরুষ' নির্মাতারা?
1 মিনিটে পড়ুন Updated: 22 Jun 2023, 10:14 AM ISTRanita Goswami
বিতর্কের জেরে বক্সঅফিসে হোঁচট খেতেই টিকিটের দামে রদবদল করেছেন ছবির নির্মাতারা। টি সিরিজ প্রযোজিত এই ছবির তরফে দর্শকদের জন্য টিকিটের দামে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছবির টিকিট মাত্র ১৫০ টাকায় কিনতে পাওয়া যাবে বলে জানানো হয়।
আদিপুরুষ
‘জ্বলেগি ভি তেরে বাপ কি…’, বজরংবলীর মুখে সংলাপ বিতর্কের পর অবশেষে তা বদলেছেন নির্মাতারা। 'বাপ' শব্দ বদলে সেই জায়গায় 'লঙ্কা' শব্দটি বসানো হয়েছে। চলতে সপ্তাহ থেকেই বজরংবলীকে এই নতুন সংলাপ বলতে শোনা যাচ্ছে। তবে সংলাপ বদল করে কি দর্শকদের মন ভরাতে পারলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা? বক্স অফিসে কি তার কোনও প্রভাব পড়ল? কী বলছে রিপোর্ট?
'আদিপুরুষ'-এর বক্স অফিস রিপোর্ট বলছে লাভের লাভ কিছুই হয়নি। সংলাপ বদলের পরও ক্রমাগত ছবির ব্যবসায় পতন অব্যাহত। সোমবার ছবির আয় ২০ কোটিতে নেমে আসার পরে মঙ্গলবার সেই আয় দাঁড়িয়েছিল ১০ কোটিতে। আর বুধবার 'আদিপুরুষ'এর সংগ্রহ মাত্র ৭.৫০ কোটি টাকা।
Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাথমিক অনুমান থেকে জানা যায় যে 'আদিপুরুষ' মুক্তির ষষ্ঠ দিনে দাঁড়িয়ে গোটা দেশে সমস্ত ভাষায় মাত্র ৭.৫০ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে দেশীয় বাজারে এই ছবির আয় মাত্র ২৫৫.৩০ কোটি টাকা। বিশ্বব্য়াপী এই ছবির আয় ৩৯৫ কোটি টাকা। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বুধবার 'আদিপুরুষ' সামগ্রিক আয়ের ৯.৪৪ শতাংশ হিন্দি থেকেই এসেছে।