পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজন༺া চলছে। বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের ধাক্কায় বেসামাল পাকিস্তান। এদিকে এই পরিস্থিতিতে ট্রোলের মুখে পড়েন পাক বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি। এবার সেই ট্রোলিং-এর জবাব দিলেন আদনান।
প্রসঙ্গত ২০১৬ সালে আদনান সামি তাঁর দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর নিজেকে মনেপ্রাণে এদেশের মানুষ হিসাবেই মনে করেন তিনি। এদিকে অপারেশন সিঁদুর-এর পর, সামি এক্স (পূর্বে টুইটার) -এ ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে একটি জোরালো পোস্ট করেন। আর এরপরই বহু নেটিজেন তাঁ🌳র ভারতীয় নাগরিকত্বের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তোলেন। আর সেই সব মন্তব্যেরই কড়া জবাব দিয়েছেন আদনান।
ঠিক কী ঘটেছে?
অপারেশন সিঁদুর-এর পর ভারতীয় সেনার সমর্থনে আদনান সামি লেখেন,'জয় হিন্দ'। এরপর আরও একটি এক্স পোস্টে তিনি লেখেন ‘সিন্দুর সে তন্দুর তক’। গায়কের এমন পোস্ট দেখে এক নেটিজেন প♒্রশ্ন করেন, ‘ইয়ে টুইট করকে আপ আরএসএস ওয়ালো সে বাচনা চাহতা হ্য🦂ায়? (আপনি কি এই টুইটগুলো করে RSS-দের থেকে বাঁচতে চান?) আর এমন প্রশ্নে রেগে গিয়ে আদনান উত্তর দেন, ’তুম আরএসএস কো ভুল যাও...তুম আপনি আ** কো বাঁচাও।'
কথোপকথন এখানেই থামেনি। আরেকজন নেটিজেন সামির পোস্টের উত্তরে লেখেন, ‘আ** তো তেরি ফেরেন গি ও ব অর হাম ব (আমরা তোমাকে ছিঁড়ে ফেলব)।’ ট্রোলে🧸র প্রতি পাল্টা কটাক্ষ করে সামি একটি সবুজ রঙের সুতো (পাকিস্তানকে নির্দেশ করে) এবং একটি সূঁচের ছবি পোস্ট করেন। লিখেছেন, ‘উস ওয়াক্ত তক ইয়ে মেরি তরফ সে তোহফা (আমি তাদের 🏅এটি উপহার দেব - একটি সেলাইয়ের কিট)।’
এর আগে নেটিজেনরা আদনান সামিকে প্রশ্ন করেছিলেন, ‘যদি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আপনার গন্তব্য কী হবে?’ এর কড়া জবাব দিয়ে গায়ক লিখেছিলেন, ‘যুক্তরাজ্যে থেকে এ𒆙ত বিচারপ্রবণ এবং ছদ্ম-দেশপ্রেমিক হওয়ার থেকে এটা ভালোꦇ। আমি ভারতে অত্যন্ত খুশি!’
এখানেই শেষ নয়, ছুটির দিনে পরিচিত পাকিস্তানি ল🅺োকজনের সঙ্গে দেখা ও কথোপকথন শেয়ার করেছিলেন আদনান সামি। এক যুবক তাঁকে বলেছিলেন, 'স্যার, আপনি ভাগ্যবান, যে আপনি ঠিক সময়ে নাগরিকত্ব পরিবর্তন করেছেন। আমরাও পাকিস্তানের নাগরিকত্ব ছাড়তে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি… তারা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে!' এর উত্তরে আদনান তাঁকে বলেছিলেন, ‘আমি এটা অনেক আগেই জানতাম’।৪ মে আদনান সামির এই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত আদনান স꧑ামির জন্ম UK-তে তা▨ঁর বাবা একজন পাকিস্তানি, তবে তাঁর মা জম্মুর মেয়ে। ২০০১ সালে ভারতে চলে আসেন আদনান, সেসময় দ্বৈত নাগরিকত্ব (পাকিস্তান এবং কানাডা) ছিল তাঁর। তিনি আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে ভারতীয় নাগরিক হন।