ছোট পর্দায় প্রথম কাজ দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন অহনা দত্ত। জার্নিটা শুরু হয়েছিল, ডান্༺স বাংলা ডান্স দিয়ে। তবে তারপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা মিশকা হিসেবে ঝড় তুলে দিয়েছেন অহনা। তবে কাজের পাশাপাশি, চর্চায় অহনার ব্যক্তিগত জীবন। তাঁর প্রেম, লিভ ইন সম্পর্কে থাকা, গোপনে সামাজিক বিয়ে, আর এবার মা হতে চলা, সবটাই থেকেছে চর্চায়। এবার একেবারে বউ সাজে দেখা গেল অহনাকে। তাহলে কি অন্তঃসত্ত্বা অবস্থাতেই করলেন সামাজিক বিয়েটা?
অহনাকে দেখা গেল গোলাপি শাড়িতে। মাথায় টোপর, কপালে কলকা। গা ভরা গয়না। হাতে মেহেন্দির বদলে আলতা… তবে এই সাজ অভিনেত্রীর বিয়ের নয়, বরং একটি ফোটোশ্যুটের। ওয়েডিং শ্যুট করিয়েছেন তিনি। আর লেখেন, ‘আমার ৬ মাসের প্রেগন্যান্সির মাথায় করা এই ফটোশুটের কাজ। একটু ইচ্ছা, কাজের ✱প্রতি ভালোবাসা ও কিছু সহযোগিতামূলক মানুষরা থাকলে সব সম্ভব। আগামী দিনেও কাজের জন্য আমি আছি।’
মাত্র ১৯ বছর বয়সেই অহনা জীবনসঙ্গী খুুঁজ পান অনুরাগের ছোঁয়ার রূপটান শিল্পী দীপঙ্করের মধ্যে। তবে এই সম্পর্কে মত ছিল না অভিনেত্রীর মায়ের। যা নিয়ে মতানৈক্য়। এরপর ছাড়াছাড়ি। দ♑ীপঙ্করের সঙ্গে লিভ ইনও শুরু করেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়েটা সেরে ফেলেন। এরপর ২০২৫-র জানুয়ারি মাসে সামনে আনেন বিয়ের খবর। আর তার মাসখানেকের মধ্যেই জানান, দীপঙ্করের সন্তানের মা হতে চলেছেন ২১ বছরের অহ🅰না।
আরও পড়ুন: আদরে মাখামাখি দুজন, কাশ্মীর পরিকল্পনা বা⭕তিল,ღ তাহলে অভিষেক-শার্লির হানিমুন কোথায়
আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে অহনা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘ডেলিভারির কিছুদিন আগে থেকে আমার ইচ্ছে আছে একটা গ্যাপ নেওয়ার। আসলে ডেইলি সোপে তো রোজ শ্যু🅷টে আসতে হয়। তবে কাজ করব। ফোটোশ্🐼যুট বা যেরকম শো করি, সেগুলো করব। এবার সবটাই শরীরের উপর। কোনও ইমার্জেন্সি হলে তো কিছু করার নেই।’
আরও পড়ুন: ব্য🍃স্ত ছোট্ট দুয়াকে নিয়ে, সময় দিতে পারননি পরিচালককে, এর꧟পর…! কটাক্ষ শোনেন দীপিকা
অগস্ট মসের প্রথম সপ্তাহেই আসবে অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান। এমনিতে দুই পোষ্যকে নিয়ে ত🦄াঁদের ভরা সংসার। তবে এবার তাতে আসতে চলেছে কোনো ফুটফুটে রাজপুত্র বা রাজকন্যা।