বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma: আট মাস পর ফের সক্রিয় ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া, প্রয়াত অভিনেত্রীর অ্যাকাউন্টে কী পোস্ট হল?
পরবর্তী খবর
Aindrila Sharma: আট মাস পর ফের সক্রিয় ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া, প্রয়াত অভিনেত্রীর অ্যাকাউন্টে কী পোস্ট হল?
1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2023, 09:15 AM ISTSubhasmita Kanji
Aindrila Sharma: মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় আট মাস। এখন আর তাঁকে বা তাঁর প্রেমিক সব্যসাচীকে নিয়ে তেমন আর আলোচনা হয় না। তবে হঠাৎ করেই পুরনো স্মৃতি ফিরিয়ে অ্যাক্টিভ হল তাঁর ইউটিউব চ্যানেল।
আট মাস পর ফের সক্রিয় ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া
সালটা ২০২২। ২০ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই সময় কত চর্চা, কত পোস্ট, কত কিছুই। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা, আলোচনা থেকে সরে এসেছেন সকলেই। হঠাৎ এমন সময় তাঁর মৃত্যুর প্রায় ৮ মাস পর আচমকাই সক্রিয় হয় উঠল তাঁর হোয়াটসঅ্যাপ। বাদ গেল না ইউটিউব চ্যানেল। আসলে অভিনেত্রীর চলে যাওয়াকে আজও মানতে পারেনি তাঁর পরিবার। তাঁর স্মৃতিকে তাঁরা মুছে ফেলতে চান না।
‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রীর মা বর্তমানে তাঁর ফোন নম্বর থেকে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবই ব্যবহার করে থাকেন। তিনিই এদিন একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অভিনেত্রীর ১১ বছর বয়সের একটি কাজ দেখা যাচ্ছে। হ্যাঁ, অত ছোট বয়স থেকেই তিনি এই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মায়ের শেয়ার করা এই স্ট্যাটাসে তাঁকে একটি বিখ্যাত সোনার গয়নার দোকানের বিজ্ঞাপনে দেখা যায়। একই সঙ্গে সেই অভিনেত্রীর ইউটিউবেও শেয়ার করা হয়েছে।
এতদিন পর পছন্দের অভিনেত্রীর আপডেট পেয়ে খুশি অনেকেই। তাঁদের কেউ কেউ আবার ভেসে গেলেন নস্টালজিয়ায়। স্মৃতি হাতড়ে মনে করলেন অনেক কিছুই। এক ব্যক্তি কমেন্ট করে লেখেন সেই বিখ্যাত গানের কলি, 'আমার ভিতর ও বাহিরে... অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।' আরেকজন লেখেন, 'জীবন বড়ই অনিশ্চিত। কত কিছুই না ঘটে যায়।'