এক বছর আগে শেষ হয়েছিল মিঠাই ধারাবাহিকের সফর। তবুও এই সিরিয়ালের রেশ এখনও কাটেনি। আর এই সিরিয়ালের দুই লিড তারকাকে নিয়ে চর্চাও যেন থামার নাম নেয় না। সদ্য বিয়ে সেরেছেন মিঠাই খ্যাত অভিনেতা আদৃত রায়। সেই বিয়েতে ডাক পাননি ‘বন্ধু’ সৌমিতৃষা। এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ‘হয়তো ভুলে গেছে’ বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় নায়িকা। ওদিকে এই নিয়ে ‘ডোন্ট কেয়ার’ মানসিকতা আদৃতের। আরও পড়ুন-‘ওঁদের বিয়েতে নিমন্ত্রণ পাইনি, আদৃত ভালো থাকুক’, উচ্ছেবাবুꩵর জন্মদিনে বিস্𓆏ফোরক সৌমিতৃষা!
নতুন কাজ নিয়ে ব্যস্ত দুজনেই। তবুও বিতর্ক পিছু ছাড়ে না তাঁদের🌳। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন𝐆ের ঝাঁপি খুললেন মিঠাইরানি। ইনস্টাগ্রামে প্রচণ্ড অ্যাক্টিভ নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বেশকিছু ভিডিয়ো আপলোড করেছেন সৌমিতৃষা। মজাদার নেভার হ্যাভ আই এভার গেম খেললেন অভিনেত্রী।
প্রশ্ন এসেছিল, ‘প্রাক্তনের পার্টনারের উপর সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো…’, ঘাড় নেড়ে সম্মতি জানান সৌমিতৃষা। অনুমতি ছাড়া অন্যের ফোন চুপি চুপি দেখেছেন? এইবারও ইতিবাচক জবাব আসে। সৌমিতৃষা কি কখনও চুমু খেতে বাধা দিয়েছেন কাউকে? এইব🐠ারও চোখের ইশারায় সম্মতি জানান দেবের প্রধান নায়িকা।

প্রসঙ্গত, আদৃতের বিয়েতে আমন্ত্রিত না থাকার ব্যাপারꦍে খুব শান্তভাবে উত্তর দিয়েছেন সৌমিতৃষা। নেটিজেনদের অধিকাংশই সৌমিতৃষার জবাবে মুগ্ধ। তাঁর কাছে সরাসরি জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘ওরা হয়ত নিমন্ত্রণ করতে ভুলে গেছে। হতেই পারে। সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে। সবাই ব্যস্ত।’ সঙ্গে আদৃত-কৌশাম্বির সঙ্গে তাঁর কোনও ঝামেলা নেই বলেও স্পষ্ট করে দেন। আর ইনস্টায় কৌশাম্বিকে আনফলো করা নিয়ে সৌমিতৃষার জবাব ছিল, তাঁর ইচ্ছে হয়েছিল তাই তিনি করেছিলেন। দিয়া, ঐন্দ্রিলা, উদয়-সহ মিঠাই পরিবারের অনেকক🦩েই তিনি ফলো করেন না। তার মানে তাঁদের সম্পর্ক খারাপ এমনটা নয়।
গত ৯ই জুন পর্দার ‘দিদিয়া’ কৌশাম্বির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আদৃত। সেই বিয়েতে পুরো মোদক পরিবার (অবশ্যই মিঠাই বাদে) ছিল। জানা যায়, মিঠাই চলাকালীন আদৃতের প্রতি প্রচ্ছন্ন ভালোলাগা ছিল সৌমিতৃষার, উলটো তরফেও শুরুতে একইরকম সাড়া মিলেছিল। কিন্তু বদলে যায় আদৃতের মনের র✃ং। সেই নিয়েই দুজনের বন্ধুত্বে ফাটল ধরে। তবে প্রকাশ্যে সে-কথা দুজনেই অস্ꦓবীকার করেছেন।
আগামিতে সৌমিতৃষাকে দেখা যাবে সৌরভ দাসের সঙ্গে ১০ই জুন ছবিতে। অন্যদিকে এসভিএফ-এর প্রযোজনায় পা🃏গলপ্রেমী ছবিতে থাকছেন꧂ আদৃত।