৪ মার্চ মঙ্গলবার ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। তবে টানটান উত্তেজনাপূর্ণ সেই খেলা দেখেননি এমন লোকজন হয়ত কমই আছেন। বাদ যাননি তারকারাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন।
অভিনেতা অমিতাভ বচ্চনের সাম্প্রতিক ব্লগটিও প্রমাণ করে যে তিনিও খেলা ছেড়ে ওঠেননি। বুধবার সকালে অমিতাভ নিজের ব্লগে ভারত বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ চলাকালীন তাঁর সংকোচের কথা জানিয়েছেন।
ক্রিকেট দেখতে গিয়ে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েন অমিতাভ
Big B লিখেছেন, ম্যাচ দেখার সিদ্ধান্ত থেকে শুরু করে খেলা চলাকালীন কীভাবে তিনি বসবেন, তা নিয়ে তিনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেন। কারণ, এই বিষয়গুলিতে তিনি ভীষণভাবেই কুসংস্কার আচ্ছন্ন।
অমিতাভ বলেন, ‘ম্যাচ.. ক্রিকেট সবকিছুর ফাইনাল সিদ্ধান্ত নেয় .. .। সমস্ত ধরনের পরিবর্তন ও অর্থ মন এবং দেহকে আক্রমণ করতে শুরু করে। আমি কি খেলাটি দেখবো..! মাঝে মাঝে খেলা দেখলে আমরা হেরে যাই ..। কিন্তু আজ তা অমান্য করেছি আর তাই, কোথায় বসব, কীভাবে বসব.. এক পা অন্য পায়ের উপর, বা কোন পা কার উপর থাকবে, বাঁকানো থাকবে নাকি বা সোজা পা ছড়িয়ে রাখব, জুতো পরব নাকি খুলে রাখব! লেগ কার্ল পরিবর্তন করতে না করতেই .. ওহ প্রিয় একটি উইকেট এইমাত্র পড়ল .. না না না। প্রথম পায়ের উপর অপর পা তুলে রেখে আগের পজিশনেই ফিরে যেতে হবে.. ওভাবেই বসবে হবে।’
অমিতাভ বচ্চনের এই পোস্ট দেখেই বেশ বোঝা যায়, তিনি খেলা দেখার বিষয়ে কতটা কুসংস্কার আচ্ছন্ন।
আরও পড়ুন-নিন্দুকের মুখে ছাই! বিয়েবাড়িতে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য, ইসকনের সন্ন্যাসীর সঙ্গে কী কথা হল?
ভারতের জয়ের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
এদিকে আবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের জয়ের প্রশংসাও করেছেন অমিতাভ বচ্চন। বিগ বি লেখেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়টি দুর্দান্ত শৈলীতে হয়েছিল। অভিনেতা আরও বলেন, ‘ওঠো গো.. বিজ্ঞাপন শুরু হলে একটু হাঁটুন, অথবা স্থির থাকুন, .. চূড়ান্ত জয় না হওয়া পর্যন্ত স্থির থাকুন. কোনও কিছুই পরিবর্তন করা যাবে না। জয় দুর্দান্ত স্টাইলে করা হয়েছে. .. সংযত নিয়ন্ত্রিত, কোনও ভয় নেই, কোনও উদ্বেগ নেই.. শুধু দলের জয়ের আত্মবিশ্বাস.. শেষ কয়েকটা বল পর্যন্ত ধরে রাখা এবং ইচ্ছা ও দক্ষতা আছে যে বলটি বাধার অতিক্রম করে উড়ে যাবে এবং জয় ঘোষণা হবে।’