মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলে দিয়েছে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। অনন্ত- রাধিকার প্রি-ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন বহু তাবড় তাবড় বলি তারকারা। উপস্থিত ছিলেন পুত্র, কন্যা-সহ শাহরুখ-গৌরি।
আরও পড়ুন: ‘ঘাগরা’র সুরে সারা রাত কী করলেন তিন নায়িকা? ‘দ্য ক্রিউ’-র নতুন গান নিয়ে শোরগোল
এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল কিং খানের একটি ভিডিয়ো। যেখানে আম্বানিদের একটি অনুষ্ঠান পরিচালনা করতে দেখা যায় শাহরুখ খানকে। এই বিশেষ ইভেন্ট চলাকালীন অনন্তের প্রশংসা করেন কিং খান। সেই সময় বেশ কিছুটা ওজন কমিয়ে ছিলেন অনন্ত।
তাই অনন্তের শারীরিক রূপান্তরের জন্য প্রশংসা করেন তিনি এবং কৌতুকপূর্ণভাবে অনন্তের বডির সঙ্গে নিজের অ্যাবসের তুলনা করেন শাহরুখ। অ্যাবস নিয়ে শাহরুখের মজার মন্তব্যের জবাবে অনন্ত শাহরুখকে জানান, 'আপ ফিকার মত করো, ম্যায় আপকি ইন্ডাস্ট্রি ম্যায় নেহি আ রাহা। ম্যায় ইয়াহিন হুন, রিলায়েন্স পরিবারকে সাথ। (আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের ইন্ডাস্ট্রিতে আসছি না, আমি এখানে রিলায়েন্স পরিবারের সঙ্গেই থাকছি)।
আরও পড়ুন: রোজ সাবান মেখে স্নান করেন? কতটা সর্বনাশ ডেকে আনছেন নিজেও জানেন না
এ সময় শাহরুখ হাত জোড় করে বলেন, ‘থ্যাঙ্ক গড! শুনেছ রণবীর? অনন্ত এখানে তোমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আসেননি তবে তোমরা তাকে একদমই উত্ত্যক্ত করা বন্ধ করবে না।’
এ ছাড়াও অনন্তের ছেলেবেলার বহু স্মৃতির কথাও তুলে ধরেন শাহরুখ। মাত্র ৬ বছর বয়সে ঘটে যাওয়া শৈশবের ঘটনাও বর্ণনা করেন তিনি। এবং তারপরে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেন যে তার প্রথম বেতন কত ছিল?
আরও পড়ুন: ভারতে এড শিরান! মুম্বইয়ের স্কুলে গিয়ে কী করলেন গায়ক? ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
শাহরুখ জানান, ‘আমার প্রথম বেতন ছিল ৫০ টাকা। তোমার কতো ছিল?', যার উত্তরে অনন্ত উত্তর দেয়, ‘রেহনে দো, আপকো শরম আজায়েগি’ (ছেড়ে দাও। আমি আপনাকে এটা বললে আপনি কিছুটা বিব্রত বোধ করবেন)।