সম্প্রতি🥃 আমির খান জানিয়েছেন তিনি হাত মিলিয়েছেন রাজকুমার হিরানির সঙ্গে। তাঁরা দুজন মিলে নিয়ে আসতে চলেছেন দাদাসাহেব ফালকের বায়োপিক। না, কেবল তাঁরা নন। ভারতীয় সিনেমার জনককে নিয়ে সিনেমা আনছেন রাজামৌলি এবং জুনিয়র এনটিআর। তবে কি এবার বড় পর্দায় দাদাসাহেব ফালকেকে নিয়ে টানাটানি দেখা যাবে?
আরও পড়ুন: মানেন না সাধের রীতি, তবুও ছোট করে হব⛦ে অনুষ্ঠান! অহনার বিশেষ দিনে মেনুতে থাকছে কী কী?
কী ঘটেছে?
বৃহস্পতিবার জানা যায় আমির খান এবং রাজকুমার হিরানি আবার একসঙ্💃গে কাজ করতে চলেছেন। এই দুজনের জুটি এর আগে পিকে এবং থ্রি ইডিয়টসের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এবার তাঁরা যৌথভাবে আনছেন দাদাসাহেব ফালকের বায়োপিক। আর সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই জানা যায় আরও একটি বায়োপিক হতে চলেছে দাদাসাহেবকে নিয়ে। আর সেখানে নাম ভূমিকায় থাকবেন জুনিয়র এনটিআর। আর সেই ছবিটির পরিচালনা করছেন এসএস রাজামৌল🌜ি।
আমি খানের টিমের তরফে স🌌ম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, 'এটা ভীষণই চমকপ্রদ যে এখনও পর্যন্ত হিন্দি সিনেমার কেউ সিনেমাকে নিয়ে সিনেমা বানায়নি।' এরপরই জানান দাদাসাহেব ফালকের জীবনী শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। জানা গিয়েছে আমির খান শীঘ্রই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন তাঁর আগামী ছবি সিতারে জমিন পর মুক্তি পাওয়ার পর। গত ৪ বছর ধরে রাজকুমার হিরানি অভিজাত যোশী, হিন্দুকুশ ভরদ্বাজ এবং অভিষ্কর ভরদ্বাজের সঙ্গে মিলে লিখেছেন। লস অ্যাঞ্জেলেসের একটি VFX স্টুডিও ইতিমধ্যেই সেই সময়কার জন্য AI ডিজাইন বান🎉িয়েছে।
আমির এবং রাজকুমারের এই ছবির জন্য সমস্ত তথ্য তাঁরা দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকরে൩র থেকে পেয়েছেন। 🌳চলতি বছরের অক্টোবর থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির।
হিনඣ্দিতে দাদাসাহেব ফালকেকে নিয়ে হিন্দিতে কোনও সিনেমা না হলেও আঞ্চলিক ভাষায় তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। মারাঠি ছবি হরিশচন্দ্রচি ফ্যাক্টরি ছবিটি ২০০৯ সালে জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছে। ২০২৩ সালে এসএস রাজামৌলি ঘোষণা করেন মেড ইন ইন্ডিয়া ঘোষণা করেন যেখানে ভারতীয় ছবির ইতিহাসকে তুলে ধরা হবে। জানা গিয়েছে এই ছবিতে জুনিয়র এনটিআরকে দাদাসাহেব ফালকের চরিত্রে দেখা যাবে।