বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh-Fans: অরিজিৎকে জাপটে ধরে চুমু ভক্তের! কাণ্ড দেখে কী করলেন গায়ক?
পরবর্তী খবর
Arijit Singh-Fans: অরিজিৎকে জাপটে ধরে চুমু ভক্তের! কাণ্ড দেখে কী করলেন গায়ক?
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2023, 05:40 PM ISTSubhasmita Kanji
Arijit Singh-Fans: ভক্তদের সঙ্গে সবসময় হাসিখুশি ভাবেই মিশতে দেখা যায় অরিজিৎ সিংকে। এদিনও তার অন্যথা হল না। মরিশাসে শোয়ের পর এক ভক্ত তাঁকে জাপটে জড়িয়ে ধরেন। দেন চুমুও।
অরিজিৎকে জাপটে ধরে চুমু ভক্তের!
মরিশাসে শো করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। তারই টুকরো ছবি, ভিডিয়োতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এদিন যে ভিডিয়ো দেখা গেল তা দেখে সবার মুখেই হাসি ফুটেছে। কী হয়েছে? এক ভক্ত আচমকাই তাঁকে জাপটে ধরে চুমু খান। হেসে উত্তরও দেন গায়ক।
মরিশাসে অরিজিতের কনসার্ট
মরিশাসে কনসার্ট ছিল অরিজিতের। সেখানে তাঁকে তাঁর গাওয়া একাধিক পুরনো এবং নতুন গান গাইতে শোনা যায়। চাননা মেরেয়া থেকে জালিমা, তেরে হাওয়ালে, ইত্যাদি গান গেয়ে সকলের মন জিতে নেন অরিজিৎ। কখনও স্টেজের উপর ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে গান, কখনও পিয়ানো বাজিয়ে গান গান। তাঁর ক্যারিশমায় মুগ্ধ হয়ে যান সকলেই।
এদিন তাঁকে স্টেজের মধ্যে বসে পড়ে গান গাইতে দেখা যায়। কখনও আবার এগিয়ে ভক্তদের হাত ছুঁয়ে দেন। কিন্তু সেসবের থেকেও বেশি নজর কেড়েছে অন্য আরেকটি ভিডিয়ো।
এদিন শোয়ের পর অরিজিৎ যখন বেরিয়ে আসছেন তখনও তাঁর জন্য ভক্তরা তারস্বরে চেঁচিয়ে চলেছেন। কেউ বা তাঁর হাত ধরতে চাইছেন। এমন সময় আচমকাই এক ব্যক্তি এসে জাপটে ধরেন তাঁকে। তারপর তাঁকে জড়িয়ে একটা চুমু খান। ভক্তের এ যেন কাণ্ড দেখে হেসে খুন গায়ক। তিনি হেসে আবার তাঁর মাথায় হাত বুলিয়ে দেন।