বলিউড অভিনেতা অজয় দেবগন ও রীতেশ দেশমুখ অভিনীত 'রেড টু' মুক্তির পর থেকেই ভালো সাড়াꦚ পাচ্ছে। ছবির আয়ের কথা বললে, দ্বিতীয় শনিবার ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে রেইড ২। ছবিটি ধারাবাহিকভাবে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করছে।
দ্বিতীয় সপ্তাহের আয়ের কথা আলোচনা করলে, প্রথম সপ্তাহের তুলনায় প্রতিদি๊নের সংগ্রহ হ্রাস পেয়েছ🔥ে স্বভাবিকভাবেই। তবে এক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতিকেও বিবেচনায় রাখা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও শনিবার ছবিটি সংগ্রহ করেছে ৬ কোটি টাকা।
অღজয় দেবগনের রেইড ২ দুর্দান্ত শুরু করে এবং মুক্তির প্রথম সপ্তাহে ৯৪.৭৫ কোটি টাকা আয় করে এই সিনেমা। সমাল🌱োচকদেরথেকে মিশ্র প্রতিক্রিয়া মিললেও, দর্শকরা কিন্তু সাদরে গ্রহণ করেছে সিনেমাখানা।
দ্বিতীয় সপ্তাহ দুদিনে ১০ কোটি আয় হয়ে গিয়েছে রেইড ২-র। নবম দিনে অর্থাৎ দ্বিত𝓀ীয় শুক্রবার ৪ কোটি ৭৫ লাখ টাা এবং শনিবার ৬ কোটি টাকা ঘরে তোলে। মোট আয় হয়েছে ১০৫.৫ কোটি টাকা।
রেড ফ্র্যাঞ্চাইজির টোটাল কালেকশনের কথা
রেইড ১-এও অজয় দেবগনকে আয়কর অফিসার ওমি পট্টনায়কের 🗹চরিত্রে দেখা গিয়েছে। এবার রেইড ২-তে দেখা যায় যে, ওমি তাঁর নিজের ভাইয়ের বাড়িতেই আয়কর হানা চালায়। যেই চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। মজার ব্যাপার হলো, রেইড ২ মাত্র ৯ দিনেই ২০১৮ সালের রেইডের সর্বকালীন আয়কে ছাপিয়ে গিয়েছে। এখন💃 রেইড ফ্র্যাঞ্চাইজির মোট সংগ্রহ ২০৩ কোটি টাকা।