বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন বিয়ে নিয়ে তাঁর কী প🔜রিকল্পনা। বা কেমন স্ত্রী চান, বা তাঁর স্ত্রী হতে গেলে কী কী গুণ থাকা আব♏শ্যক। রশ্মিকা মন্দানার কী সেসব গুণাবলী আছে? কী জানালেন বিজয়?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের𝐆 মতো 🌜কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী বললেন বিজয়?
বিজয় কি সত্যিই প্রেম করছেন? এবং তাঁর প্রেমিকা কি রশ্মিকা মন্দানা? এই প্রশ্ন উঠতেই এদিন অভিনেত💝া ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলসা করে কিছু না বলে বলেন, 'আপনাদের সূত্রকে জিজ্ঞেস করুন।' এরপর যখন বিজয়কে তাঁর চর্চিত প্রেমিকা তথা প্রিয় বন্ধু রশ্মিকা মন্দানার ভালো এবং খারাপ গুণের বিষয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, 'ভালো বলতে ও পাগলের মতো পরিশ্রম করতে পারে। ও যে কাউকে পরাজিত করতে পারে ওর জেদ আর মনের জোর, অধ্যাবসায় দিয়ে। ও ভীষণ ভালো, সবার ভালো থাকা, খুশি থাকা ওর কাছে সবথেকে বেশি গুরুত্ব পায়। আর খারাপ হল ওই উপরেরগুলোই। ওর একটু ব্যালেন্স করা জরুরি।
বিজয়ের বিয়ের পরিকল্পনা কী বা তিনি কী ভাবছেন জিজ্ঞেস করায় বলেছেন, 'এখনই কাউকে খুঁজছি। এখনই জীবন সঙ্গী খুঁজছি না।' কিন্তু তাও কেমন পাত্রী খুঁজছেন, কী গুণ থাকা চ🍒াই তাঁর মধ্যে, বা মনের মতো মানুষটির গুণের সঙ্গে কি রশ্মিকা খাপ খান? এই প্রশ্নের🍸 জবাবে বিজয় বলেন, ‘যে কোনও ভালো মনের মেয়ে হলেই হবে।’
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালে রশ্মিকা এবং বিজয় দুজনেই জানিয়েছেন যে তাঁরা প্রেম করছেন। কিন্তু নিজেদের সঙ্গীর কথা প্রকাশ্যে আনেননি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে যে তাঁরা প্রেম করছে। কিন্তু সেই প্রেমের জল্পনায় তাঁরা সিলমোহর দেননি। গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে তাঁরাꦏ একসঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন: 'কথা দিয়েছিলাম আরও শক্তিশা♋লী হয়ে ফিরব', কী ঘ๊োষণা করলেন শ্রেয়া?
আরও পড়ুন: শীঘ্রই বাবা হতে চলেছেন, তার আগে কার উদ্দেশꦉ্যে পরম লিখলেন, 'প্রেমে পড়াটাও একটা মিরাকেল!'