সেই 'ঘোতন' আর তার 'গণ্ডারিয়া' মামা, 'পপিনস', পরীপিসি, তার সেই জাদুর রান্নাবান্না মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই ছোটদের ছবি ‘রেনবো জেলি’র কথা-ই বলছিলাম। ২০১৮-তে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি। ঠিকই ধরেছেন। যে 'রেনবো জেলি'র গল্প মনে দাগ কেটেছিল বহু সিনেমাপ🌌্রেমীর। আবারও পর্দায় ফিরছেন সেই 'রেনবো জেলি'। তবে এবার পার্ট-২। পরিচালক অবশ্যই সৌকর্য ঘোষাল।
এবার 'রেনবো জেলি-২'র প্রযোজনা করছে SVF- ফিল্মস। এই প্রথম ভেঙ্কটেশ ফি൩ল্মসের সঙ্গে কাজ করতে চলেছেন সৌকর্য ঘোষাল। তাঁর 'রেনবো জেলি'তে কাজ করেছিল সেই ১২ বছরেরꦇ মহাব্রত বসু। যে কিনা ছিল স্পেশাল চাইল্ড। তার উপর অত্যাচার চালাত তাঁর গণ্ডারিয়া মামা কৌশিক সেন। পরে পরীপিসি শ্রীলেখা মিত্র আসার পর ঘোতনের জীবনের কষ্ট কিছুটা লাঘব হয়। পরীপিসির জাদুতে সাতদিন সাত রকমের স্পেশাল, রঙ-বেরঙের রান্না গণ্ডারিয়া মামাকে খাওয়ানোর পর ঘোতনের জীবনে পরিবর্তন আসে। আর সঙ্গে ঘোতনের হাতে আসে তাঁর বাবার রেখে যাওয়া সেই গুপ্তধন।
আরও পড়ুন-এবার হিন্দি ছবিতে, ভাষা নিয়ে টেনশনে মধুমিতা সরকার! নাম 'ফর্জ', বিপরীতে ꧑কে?
সেই ঘোতন এবার অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন সে বয়ঃসন্ধির মুখে। তবে এবারও 'রেনবো জেলি-২'তে ঘোতনের ভূমিকায় সেই মহাব্রত বসুকেও দেখা যাবে। তবে এবার এই ছবির অন্যতম আকর্ষণ অনির্বাণ ভট্টাচার্য। তিনি এবার এই𒅌 ছবিতে থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। শোনা যাচ্ছে, ঘোতনের শিক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে অনির্বাণকে। এই প্রথমবার ছোটদের ছবিতে কাজ করতে ಌচলেছেন অনির্বাণ।