‘করুণাময়ী রানি রাসমণি’-র পর আবারও টিভির পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। গত দু'মাস আগেই দিতিপ্রিয়ার টেলিভিশনে ফেরার খবরে টেলি অনুরাগীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল তুঙ্গে। জানা গিয়েছিল, জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া। এখবর নিশ্চিতও করেছিলেন দিতিপ্রিয়া নিজেও। লুক সেটও হয়ে গিয়েছিল রানিমার। সিরিয়ালের প্রমোতেও দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে।
কিন্তু নাহ, এই মুহূর্তে টেলিপর্দায় ফিরছেন না দিতিপ্রিয়া রায়। আর এমন খবরে কিছুটা হলেও হতাশ তাঁর টেলিভিশনের অনুরাগীরা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
ঠিক কেন 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে 'রূপা'র চরিত্রে হ্য়াঁ বলেও শেষপর্যন্ত পিছু হটেছিলেন দিতিপ্রিয়া?
এবিষয়ে টিভি৯ বাংলাকে দিতিপ্রিয়া রায় জানান, ‘আমার কিছু সমস্যা ছিল তাই সিরিয়াল থেকে সরে এসেছি। পুরোটাই ব্যক্তিগত বিষয়।’ তবে কি দিতিপ্রিয়াকে আর টেলিভিশনে দেখা যাবে না? একথায় টেলিভিশনের 'রানিমা' দিতিপ্রিয়া জানান, তিনি টেলিভিশনে ফিরবেন, তবে কবে, কখন, কোথায়, সেটা এখনই তিনি বলতে পারছেন না।
আরও পড়ুন-সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা, আইনি বিয়েও হল?