অবশেষে প্রক্রিয়াকরণের বাধা পার করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের এই ব্লকবাস্টার ছবি 'বহুরূপী'। পরিবর্তে আন্তর্জাতিক ‘সাফটা’ (South Asian Free Trade Area) চুক্তি অনুযায়ী এদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি 'দামাল'।
এবিষয়ে পরিচালক-প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় Hindustan Times Bangla-কে জানান, ‘সাফটা চুক্তি অনুযায়ী ভারতের যে দুটি ছবি বাংলাদেশে দেখানোর কথা, তার মধ্যে একটা পুষ্পা-২ আরেকটি বহুরূপী। এটা বাংলার জন্য গর্বের। আর বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে ওপার বাংলার যে ছবিটি এদেশে দেখানো হবে, সেটা হল দামাল। এটা রায়হান রাফীর ছবি, যিনি কিনা ‘তুফান’-এর মতো ছবির পরিচালক। ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সাগরভাই ও চ্যানেল আই-এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের ছবির সাফল্যের প্রথম স্মারক সাগর ভাই-ই আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা খুবই উদগ্রীব হয়ে আছি যে বহুরূপী কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপারের বহু মানুষও এই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।’
আরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?