সদ্য শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল 'নিম ফুলের মধু'। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ছিল শেষদিনের শ্যুটিং। ওইদিন শেষ পর্বের শ্যুটিংয়ের পাশাপাশি হয়েছে কব্জি ডুবিয়ে ভুরিভোজ। তার সমস্ত ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সৃজন-পর্ণা, বাবুর মা সহ সমস্ত চরিত্রের অভিনেতাদের দেখা গেলেও দেখা মেলেনি ছোটকা ও ছোটকাকির। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় পাতায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এক অনুরাগী।
‘Eso Serial Dekhi’ (এসো সিরিয়াল দেখি) নামে একটি ফেসবুক পেজে শেষদিনে সমস্ত কলাকুশলীদের একসঙ্গে মিলিত হওয়া ও খাওয়াদাওয়ার একটা ছবি পোস্ট করা হয়েছে। একটি ছবিতে বাদ পড়া 'ছোটকা-ছোটকাকি'রও ছবি দেওয়া হয়েছে। যার ক্যাপশানে লেখা হয় 'শেষদিনে সবাই এলো, শুধু এই দু'জন ছাড়া', ‘ক্ষমা করে দিও ছোটকা-ছোটকাকি’।
সেই সঙ্গে লম্বা পোস্টে প্রশ্ন তুলে লেখা হয়েছে, 'যারা প্রায় ৫০০ এপিসোড একসঙ্গে ছিল, তারা কি এইটুকু সম্মানও ডিসার্ভ করতো না.?
লেখা হয়, ‘নিম ফুলের মধু’র শেষ দিনের শুটিংয়ের অনেকগুলোই ভিডিওতে এসেছে.! আর সেগুলো আমি অনেকবার করে দেখেছি.! সেখানে কিন্তু আমরা নতুনের সাথে সাথে অনেক পুরনো চরিত্র যাঁরা এখন সেই রোলটা প্লে করছে না, তাদেরকেও দেখেছি। যেমন ছোট বুবাই, মেজো বুবাই, বড় বুবাই, এমনকি যেই মঙ্গলা বহুদিন থেকে এই সিরিয়ালটার পার্ট নয়, তাঁকেও আমরা দেখেছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হল, যারা এই সিরিয়ালটার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল.! যারা প্রায় ৫০০ এপিসোড এই সিরিয়ালের অংশ ছিল.! সেই আমাদের ছোট কাকা ও ছোট কাকি.! তাঁদেরকে কিন্তু কোথাও দেখতে পেলাম না।'
ক্ষোভ উগড়ে আরও লেখা হয়, 'যাঁদেরকে তোমরা, কোন উপযুক্ত কারণ ছাড়াই হঠাৎই বাদ দিয়ে দিয়েছো.! কিন্তু যেহেতু শেষ দিনের শুটিং হচ্ছে, দুটো মানুষ প্রায় ৫০০ এপিসোড তোমাদের সঙ্গে থেকেছে। তাঁদেরকে তো অন্ততপক্ষে এই শেষ দিনের ছুটি নিয়ে, কমসে কম সৌজন্যতার খাতিরেই আমন্ত্রণটা তো করা যেত নাকি.? আমি শুধু আমন্ত্রণের কথা বলছি কেন, তাদেরকে রীতিমত অনুরোধ করে, আসতে না চাইলেও নিয়ে আসাটা উচিৎ ছিল.!'
আরে তাদের সিন নাই থাকতে পারতো, কিন্তু একটা সম্পর্কের তো মূল্য আছে নাকি.? প্রোডাকশন টিম তো তাদেরকে ইনভাইট করলোই না.! এমনকি আমি পুরনো কলাকুশলীদেরও কাউকে তাঁদের পোস্টে ওই দুজনের কোনও ছবি বা নাম দিতে দেখলাম না.! এর থেকে দুঃখজনক আর কীইবা হতে পারে.? প্রোডাকশন টিম তাঁদের ভুলে যেতেই পারে.! কারণ তাঁদের না হয় শুধু টাকা, প্রফিট এইসব নিয়ে মতলব। কিন্তু তোমরা যারা তাঁদের সঙ্গে এতদিন ধরে কাজ করেছো.! তাঁরা কি করে ভুলতে পারল, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি..!!'
সব শেষে লেখা হয়, ‘বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত.? তোমাদের কি মনে হয়, শেষ দিন কি ছোটকা ও ছোটকাকিকে কি ডাকা যেত না..?? অবশ্যই জানিও কমেন্টে।’
আরও পড়ুন-বিদায় বন্ধু…! শেষদিনে ভুরিভোজ, চোখের জল সামলে শ্যুটিং 'নিম ফুলের মধু'র সদস্যদের