KRK on SRK's Pathaan: রাতারাতি ডিগবাজি খেলেন কেআরকে! ‘পাঠান’ নিয়ে এবার কী বলে বসলেন ‘স্বঘোষিত’ ফিল্ম সমালোচক?
কেআরকে-র স্বীকারোক্তি
‘পাঠান’ জ্বরে আক্রান্ত গোটা দেশ। শাহরুখ ম্যাজিকে এবার ধরাশায়ী তাঁর কট্টর সমালোচক কেআরকে-ও! ‘পাঠান’-এর সাফল্য দেখে রাতারাতি ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। শুরু থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছেন শাহরুখ। তাই ‘পাঠান’-এর সমালোচনা করে খুব বেশি কথা বলতে পারেননি কেআরকে। তবুও এই ছবির চিত্রনাট্য দুর্বল, এমন কথা বলে খোঁচা দিতে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি শাহরুখ খানের বিরুদ্ধে টাকা দিয়ে টিকিট বিলিয়ে দেওয়ার অভিযোগ এনেছিলেন কেআরকে। ২৪ ঘন্টার মধ্যেই সুর নরম করে নিজের ভুল মেনে নিলেন তিনি।
‘পাঠান’ মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে, বহু যুগ ধরে কেআরকে-র কন্ঠে এই কথা শুনে আসছে শাহরুখ ভক্তরা। এমনকি বলিউড সুপাস্টারদের এই কট্টর সমালোচক ছবির নামকেও নিশানা করতে ছাড়েননি অতীতে। অথচ ‘পাঠান’ ছবিকে সাদরে গ্রহণ করেছে জনতা জনার্দন।
এদিন টুইট বার্তায় কেআরকে লেখেন, ‘আমি মেনে নিচ্ছি, আমি ভুল ছিলাম- যেহেতু আমি শাহরুখ খানকে এই ছবির নাম পালটাতে বলেছিলাম! এসআরকে ১০০% সঠিক ছিলেন এই ছবির নাম পাঠান রেখে। কারণ এই ছবির নাম যদি পাঠান না হত তাহলে এই ছবি ঘিরে এত বিরোধ প্রদর্শন হতো না। এতো প্রচারও হত না, আর ছবিটা এত বড় হিটও হতো না'।
এই টুইটের পর শাহরুখ ভক্তরা ট্রোল করতে ছাড়েনি কেআরকে-কে। কেউ লেখেন, ‘মহা পাল্টিবাজ লোক একটা’। কেউ লেখেন, ‘এই জন্য বলে আগুন নিয়ে খেলতে নেই’। আবার পালটা খোঁচা দিয়ে এক নেটিজেন লেখেন- ‘যা বয়কট গ্যাং-কে ধোঁকা দিল কেআরকে’।
বুধবার ‘পাঠান’ ছবির রিভিউ দিয়ে কেআরকে টুইট করেছিলেন, ‘আসলে পাঠান ছবিটার মধ্যে দুটো আলাদা ছবি দেখতে পাবেন। প্রথমার্ধে একটা, দ্বিতীয়ার্ধে অন্যটা। প্রথমার্ধটা ভালো, কিন্তু দ্বিতীয়ার্ধটা ওতোটই ভালো নয়। আসলে একটা একটা বড় স্কেলে বানানো ছবি, যার স্টার-কাস্ট বিশাল বড়, তবে গল্প টোটাস জিরো। কিন্তু কেজিএফ ২ এবং পুষ্পা সফল হয়েছে তাই ফর্মুলা মেনে এটাও হিট হবে। আমার তরফ থেকে রইল ২.৫ খানা স্টার’।
প্রসঙ্গত, বুধবার বিশ্বের প্রায় ৮০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মসের ‘পাঠান’। প্রথম দিন একাধিক রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। প্রথম দিন কেবলমাত্র দেশের বক্স অফিসেই ৫৩ কোটি টাকা কামাই করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন প্রথম দিনই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশি গ্রস কালেকশন করেছে ‘পাঠান’।