ছোট্ট কৃষভি-র বয়স এখনও একমাসও হয়নি। তবে এখনও অবশ্য দেখা মেলেনি কাঞ্চন কন্যার। যদিও মেয়ের নানান টুকিটাকি বিষয় সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শ্রীময়ী। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো নানান কথাও নির্দ্বিধায় জানাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা হওয়ার পর জীবন কতটা বদলে গিয়েছে, সেবিষয়েও মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ।
এইসময়-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি শ্রীময়ী বলেন, ছোট্ট কৃষভি এখন রাত জাগছে। শ্রীময়ীর কথায়, ‘অন্তঃসত্ত্বাকালীন সময়টা আমি যেভাবে কাটিয়েছি, সেটাই এখন ও করছে। কৃষভি ভোর সাড়ে ৬টা পর্যন্ত জেগে থাকে, তারপর ঘুমোয়। আমারও ওই সময়টা রাতে ঘুম আসত না। সারাদিন ঘুমোতাম। কাঞ্চন বলত, আমি সারাদিন কাজ করে আসি, তুই তো ঠিক সুযোগ বুঝেই ঘুম পুষিয়ে নিস।’
আরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?
শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন, অন্তঃসত্ত্বাকালীন সময়টাতে তিনি দুপুরের স্নান-খাওয়া করে সাড়ে ১২- থেকে ১ নাগাদ ঘুমিয়ে পড়তেন। তবে মেয়ে হওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে, দুপুরে ঘুমিয়ে নিলেও রাত জাগতে হয় তাঁকে। অভিনেত্রী বলছেন, এখন তিনি কাঞ্চনের কষ্টটা অনুভব করতে পারছেন। তাঁর কথায়, ‘ভোর সাড়ে ৬টার সময়ও দেখছি অতটুকু মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।’