দাদু রাজকাপুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রাজ কাপুর ১০০ চলচ্চিত্র উৎসব’-এ করিনা কাপুর -সহ পুরো কাপুর পরিবারকে নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিমন্ত্রণ রক্ষা করতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন করিনা।করিনা কাপুর এই বিশেষ দিনের জন্য একটি উজ্জ্বল লাল চান্দেরি কুর্তা সেট বেছে নিয়েছিলেন। এমন একটা পোশাক আপনার সংগ্রহে থাকলে কেমন হয়? এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে এর দাম কত? এই কর্তার দাম প্রায় ৩৬ হাজার টাকা।
ক্লোজড নেকলাইন, কোয়ার্টার স্লিভস এবং ফ্লোরাল হ্যান্ড পেইন্ট এবং থ্রেড ডিটেলিং হাতে আঁকা লাল কুর্তা সেটে বরাবরের মতোই অসাধারণ লাগছিল বেবোকে। সঙ্গে সুতোর কাজ করা ওড়না তাঁর সৌন্দর্য্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। কুর্তা সেটের সঙ্গে রূপালি ঝুমকো হালকা মেকআপ ও কালো টিপে সেজে উঠেছিলেন নায়িকা।
আরও পড়ুন: বিকাশের নিউইয়র্কের রেস্তোরাঁয় শাহরুখ!বাদশাকে নিয়ে আবেগে ভাসলেন শেফ
করিনার পোশাকটি ফ্যাশন ডিজাইনার হাউস দেবনাগ্রির। ডিজাইনার হাউসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল কুর্তা সেটে পরা অভিনেত্রীর বেশ কিছু ছবিও শেয়ার করা হয়েছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘করিনা কাপুর খান আমাদের ফিরদৌস সংগ্রহ থেকে লাল হাতে আঁকা পোশাকে সকলকে চমকে দিয়েছেন।’ দেবনাগ্রির অফিসিয়াল ওয়েবসাইটে কুর্তা সেটটির দামও লেখা রয়েছে। অভিনেত্রীর এই লাল কুর্তার দাম ৩৬,৫০০ টাকা।
আরও পড়ুন: মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করিনার, দুই ছেলের জন্য কী চেয়ে আনলেন বেবো?