বক্স অফিসে 'বহুরূপী' ঝড় তুলেছে। গোটা দেশের বিভিন্ন হলে এখনও উইনডোজ-এর এই পুজোর ছবি হাউলফুল। ছবিতে 'ঝিমলি'র চরিত্রে দর্শকদের মন কড়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ছবির আইটেম ডান্স ‘ডাকাতিয়া বাঁশি’র সুরে মন মজেছে দর্শকদের। এদিকে ছবি সাফল্য পেতেই প্রেমিক বনির হাত ধরে দেশ ছেড়েছেন কৌশানি।
এই মুহূর্তে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি-কৌশানি। সেখান থেকেই নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন কৌশানি মুখোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বুঝতে পারবেন তানজানিয়ার বিখ্যাত জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। জঙ্গল থেকেও নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। খুব সম্ভবত এই ভিডিয়োটি সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু একী জঙ্গলের মধ্যেই ট্রেন্ডিং 'ভুল ভুলাইয়া'র গানে যে নাচতে শুরু করলেন বনি-কৌশানি। ঠিক তখন তাঁর পিছন দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে জেব্রার দলকে। ভিডিয়ো দেখলে যে কেউ ভাববেন একী কাণ্ড…।
আরও পড়ুন-কৌশাম্বির সঙ্গে দূরত্ব বেড়েছে? এবার অবশেষে মুখ খুললেন আদৃত রায়